![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
এত কুয়াশার গভীর শোকে
মিশ্র প্রতিক্রিয়া তোমার মনে
আমি আছি কি
আমি নাই
এই ভেবেই অশান্ত হলে
অনেক রাতের প্রহরের পরেই
শেষ অরোরার দেখা মেলে
আমার ছায়ার উপস্থিতি পেলেই
ময়ূর তখন পেখম মেলে
এত আনন্দের মাঝেও এক
না পাওয়ার স্তদ্ধ বেদনা
হাসিয়ে কাদিয়ে তোমায়
ভাঙে বারে বারে নতুন করে
তোমার আমি
ছবির ফ্রেমে
পিক্সেলে পিক্সেলে কষ্ট আকা
তোমায় ভাবার অন্য ভীড়ে
কুয়াশারা তবেই ফেরে নীড়ে....
©somewhere in net ltd.