![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
দুইটি পাখি এক খাচাতেই
বাধা তারা একসুতোতেই
এক পাখি আকাশ খোজে
অন্য পাখি চোখ মোছে
যার জন্য কাদে সে যে
আকাশ পানেই তাকায়
তার জন্যই চোখের পানি
কেনো সে যে ঝরায়...?
চোখের ভাষায় গলে না তো পাখি
শুধু শুধুই ভেজায় আখি
তাও বুকে আশা শুধু
হবে না বুক কখনোই ধু ধু
পাখি সে তো খাচা ভেঙেই
পথ খোজে আনমনেই
একলা পাখি একার মতোন
ঝরিয়েই যাচ্ছে অরণ্যে রোদন
একটা পালক ছিলো তার
একার দূখের সাথী হতে
তাই নিয়ে একা পাখি
অবিরত স্বপ্ন বোনে...
©somewhere in net ltd.