![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তোর জন্যই এ দেয়ার ভাঙা চিৎকার
অন্য পথের শেষেই তোর হাহাকার
প্রতি রাতের ঠোটে
ঝাঝালো সেই অহংকার....
তুই বড়ই অবুঝ
করিস আমার প্রেমের
অযথাই সৎকার...
দেয়ালের গল্প বলা টিউবলাইট
আর টিকটিকির আস্তানায়
তোকেই আমি টাঙাই
শ্যাওলায় অন্তরায়...
তাও উধাও হয়েই যাস
প্রতি রাতের বিছানায়
ট্রেন গুলোর ঝনঝনেও
তারা দাড়িয়ে ঠাই....
এখনো উদিত হবি তুই
আগের জানা শোনায়
ভোরের গল্প গুলো
শেষ কি আর হতে চায়....???
আগামী কালের বস্তা পচা
না উঠলেও চলবে
তুই উঠলেই এক রাশ
দুঃখ উড়ে যাবে.... :-)
©somewhere in net ltd.