![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
-এই...এই ছেলে....
-হুম...
-এই তোমার চুল উস্কো খুশকো ক্যান....?
-কি বলেন এইগুলা আমার চুল উশকো খুশকো থাকলে আপনার কি...?
-না এমনি বলতেছিলাম।একি তোমার চোখ লাল কেনো?কিছু হইছে চোখে...?
-তার আগে বলেন আপনে এতো সকালে স্টেডিয়ামে কি করেন...?
-কেনো কেনো? প্রবলেম কোথায়....?
-না প্রবলেম নাই।বাট জায়গাটা ভালো না।
-ভালো না? কে বলছে? অনেক ভালো...।
-আপনার কাহিনীটা কি বলেন তো...?পুলিশ-টুলিশ না তো আপনে?
-আরে নাহ, পুলিশ আমার বাবা, আমি না।
-সত্যি?
-আরে অবাক করা কথা তো! তোমাকে মিথ্যা বলতে যাবো কেনো?
-তাইলে আপনে এইখানে কি করেন?
-এমনি বেড়াতে আসলাম।
-আচ্ছা এখন তো বিকাল। তুমি এমন ভাবে কথা বলছেন যেনো কেবল ঘুম থেকে উঠলা।তুমি কি স্টেডিয়ামে ঘুমাও? হি হি হি
-না।
-তোমার বাসা কই?
-ধানমন্ডি ৮ এ..
-জানো বাবা বলে ধানমন্ডি র ছেলেরা অনেক খারাপ....
-ঠিকই বলে...
-তাহলে তুমি কি খারাপ...?হি হি হি
-ভালো মনে হয়...?
-আমার কাছে দুনিয়ার সব মানুষ ই ভালো।বাবার কাছে চোর ডাকাত।পুলিশ মানুষ তো। হি হি হি
-আমি কিন্তু অনেক খারাপ।
-তাই? কেনো ডাকাতি করো?
-নাহ। ছিনতাই...
-সত্যি...?
-হুম....
-আমাকে করবা?হি হি হি।
-আপনার হাসিটা ছিনতাই করা গেলে করতাম....
-হি হি..তুমি অনেক মজা করে কথা বলতে পার..
-তা এইবার বলেন দেখি আপনে আলালের ঘরে দুলালী হয়ে এই হানে কি করেন...?
-আমার বাবা আমাকে একা একা কোথাও যেতে দেয় না।তাই ড্রাইভারের চোখ ফাকি দিয়ে আসলাম।আমার একা একা ঘুরে বেড়াতে ইচ্ছা হয় আকাশ দেখতে ইচ্ছা হয়...
-হুম..বড়লোকি সিন্ড্রোম...
-আমরা অতো বড়লোক না...
-বুঝছি বুঝছি আর বলতে হবে না....
-তোমার নামটা কি?
-রাফেল...
-রাফেল? অদ্ভুত নাম।রাইফেল হলে ভালো হতো। টিশা...টিশা... হি হি হি
-অনেক ফাজিল আপনে।আপনার নাম কি?
-নিশাত জেবিন অর্নি...
-পেট নেম অর্নি? কিউট।
-বাপরে তুমি তো দেখি ইংরেজীও পার।দেখে কিন্তু মনে হয় না...
-ক্যান দেশে কি আপনারাই খালি সব পারেন...?
-না তা না।তারপরেও তোমারে দেখে ভয়ঙ্কর লাগতেছে।
-হুম পাপ করতে করতে এমন হইছে...
-তুমি কি আসলেই ছিনতাইকারী?
-হুম....
.
.
-এখান থেকে সরতে হবে...
-কেনো?
-আমার ফ্রেন্ডরা এখানে আড্ডা দিতে আসবে।ওরা আপনাকে দেখলে প্রবলেম হবে।
-আমার তোমার সাথে গল্প করতে ভালোলাগতেছে....
-হুহ...একটা গাঞ্জাখোড় এর সাথে গল্প করতে ভালোলাগতেছে?
-আসলেই...
-আসেন এইদিক ওদের আসার সময় হয়ে গেছে....
.
.
-আচ্ছা তুমি কবে থেকে নেশা করো?
-বিবিএ সেকেন্ড ইয়ার...
-তুমি বিবিএ তে পড়তা? মানে ভালো ছাত্র? -ছিলাম একসময় এখন নাই।আপনে কিসে পড়েন?
-আচ্ছা তুমি "আপনি " না বলে "আপনে " বলো কেনো?
-আমাদের এলাকার ভাষা।আর ওই বন্ধুবান্ধব গুলা কয়...
-ওরা সবাই উইড করে তাই না? এখন থাকলে তুমিও করতা।
-হ্যা করতে হয়...
-কেনো করো কেনো?
-এমনি।
-মানে ফার্স্ট ধরছিলা কেনো?
-একটা মেয়ের জন্য।
-ব্রেকাপ?
-হুম
-আনকেল আন্টি কিছু বলে নি?
-বাবা নেই।মায়ের অসুখের টাকা যোগারের জন্য ছিনতাই করি....
-কি অসুখ ওনার?
-বার্ধ্যক্য,চোখের সমস্যা।
-কেনো ভালো ওয়ে নাই টাকা আর্ন করার?
-জব খুজতাম অনেক।পাইনি।টিউশনিতে আর সব চল্লেও ওষুধের টাকা যোগার হয়না...
-আচ্ছা ওই যে যেই মেয়েটা তোমাকে ডাম্প করছিলো সে কি আমার চাইতেও সুন্দরী?
-উম....হয়তো...
-কি? আসলে?
-ক্যান?নিজেকে খুব সুন্দরী ভাবেন?
-কেনো আমি সুন্দরী না?
-আই ওয়াজ জোকিং।দেখলাম রাগলে আপনাকে আরো সুন্দর লাগে কিনা? হা হা হা
-এই গুলা কিন্তু একদম আমার সাথে করবেন না....
-আচ্ছা ওকে।
-তাহলে তো সামনের ভ্যালেন্টাইন ডে তে একা একা ঘুরবা...?
-ক্যান আপনে ঘুরবেন...?
-এহ....তোমার সাথে ঘুরতে যাবো কেনো...?
-ও হ্যা। আমি ফাজলামি করতেছিলাম।
-আচ্ছা মনে কর সেদিন আমার সাথে তুমি ঘুরলা। তাহলে আন্টির ওষুধের টাকা যোগার করবা কিভাবে....?
-যেই টাকা আজকে কামাইছি ৮-১০ দিন চইলে যাইবে....
-ক্যান কত টাকা কামাইছো...?
-এক বিদেশি পার্টি ধরছিলাম।
-তাহলে তো তোমার পকেট গরম।
-হ্যা বলতে পারেন...
-তাহলে তোমাকে ছিনতাই করি...?
-হা হা হা।
-চাকুটা দাও ছিনতাই করি।
-থাক করতে হবে না।চকলেট খাবেন?
-হুম খাওয়া যায়....
-চলেন খেয়ে আসি...
.
.
-আপনি কি সত্যি সত্যি ঘুরবেন আমার সাথে ভ্যালেন্টাইন ডে তে....?
-ঘুরতাম।কিন্তু আমার বাবা তো মে বি সেদিন বের হতে দিবে না আজকের পরে....
-তাইলে তো সমস্যা....
-আচ্ছা যাও আমি বের হবো তোমার জন্য।কিন্তু শর্ত আছে...
-বড়লোকের মেয়েদের এই একটা প্রবলেম খালি শর্ত।আচ্ছা কন দেহি...
-বড়লোক বড়লোক করবা না তো।শর্ত এক আমাকে তুমি করে বলতে হবে।শর্ত দুই কখনোই উইড করবা না।শর্ত তিন ছিনতাই করবা না।শর্ত চার একটা শর্ত ও না করতে পারবা না।
-প্রথম দুইটা টা মানলাম।কিন্তু পরেরগুলা?
-চারনাম্বার শর্ত কি?
-তুমি বুঝতেছ না আমার ফ্যামিলি কন্ডিশন...
-কোনো কথা না। চলো....
-কোথায়...?
-সেলুনে...
-কেনো...?
-চুল কাটাবা..
-চুল? কিন্তু কেনো...?
-আমার এক কাজিন ফ্যাশন হাউজ চালায়।সেখানে জবের ব্যবস্থা করে দিচ্ছি।
-সিরিয়াসলি?
-চলো....
এক সপ্তাহ পর....
- অর্নি...
-কই তুমি?
-বাসার নিচে....
-কার?
-তোমার...
-মানে?বাবা দেখলে হয়...
-ছাদে আস না...
-এই কি পাগলামি করতেছ?রাত ১২ টায় কেউ ছাদে আসে...?
-প্লিজ আসোনা।
-আচ্ছা আসছি....
.
.
.
-রাফেল? তুমি না বললা নিচে আছ? ছাদে আসলা কীভাবে...?
-শ....শ...
-আচ্ছা।তুমি এখানে কীভাবে...?
-দাড়োয়ানকে একশো টাকা দিয়ে...
-বাবা জানলে গাড়দে ঢোকাবে তোমাকে...
-বাবা জানবে না...আচ্ছা চোখ বন্ধ করো।
-কেনো?
-করোনা।
-ওকে করলাম।
-খোল।
-ও মাই গড এত্ত গোলাপ কেনো....?
-আমার জীবনে একটা ফুল ফুটিয়েছ তার প্রতিদান স্বরূপ....
-শুধু গোলাপ? আর কিছু না?
-নাহ।
-আমি আরো কিছু আশা করছিলাম।
-এক মুঠো ভালোবাসা দিলে চলবে...?
-চলার কথা....
©somewhere in net ltd.