![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
চিন্তার পাখা গুলো যদি কেটে দিতে পারতাম
আট দশ বছর পর তোমায় নিয়ে দেখা স্বপ্ন গুলো
এখানেই মুখ থুবড়ে পড়তো....
আমি একটু বেশিই নিরাশাবাদী
আমার এই মস্তিষ্ক
আমাকে অযথাই ভয় দেখায়
কি হবে বা হবেনা তা নিয়ে
আমার এতো ভাবনা কেনো...??
ভাবনা না থাকলেও চলতো
আজকাল এই প্রেম টা আরো মধুর হতো
আরো বেশি ভালোবাসতে পারতাম তোমায়...
যদিও অনেক বেশি ভালোবাসি তোমাকে
অনেক কিছুই বলতে পারি না
গলা শুকিয়ে আসে
একদম কোমায় চলে যাওয়া
রোগীর মতো বিষন্নতায় ভুগি...
পাবো???
পাবো না???
হাহ...
দুটো শব্দ
আমাকে ভোগায় শতাব্দ ধরে
তুচ্ছ করে তোমার কাছে...
তাও তোমাকে ভালোবাসি
হয়তো ভবিষ্যতে পাবো না
এই মুহূর্তের জন্য হলেও কাছে পাচ্ছি
তাতেই স্বান্তনা...
তাতেই ভালোবাসা...
আমার মাঝের অনেক বেশি অবুঝ ভালোবাসি :-)
©somewhere in net ltd.