![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
বাজে রকমের
বিশ্রী দিন গুলোতে
হরলিক্স
মাখানো সন্ধ্যা ভর করে
আমার অবশ দেহে
চার কোনা চশমার
ফ্রেমে
শুধু অপ্রাপ্তিই ভোগায়
আমাকে।
একটু ও অন্ধ মোহে
কেনো পাই না
সব সুদ আসলে
মুঠোফোনের ছোট্ট এই
কীপ্যাডে
দুঃখ
বন্দী করে ফেলি সহজে...
ফ্রেমের নিচের
কালো দাগের চোখের
মাঝে
ভবিষ্যতের ভাবনাই
মনটা খারাপ
করে চলে
©somewhere in net ltd.