![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আবুল...
দেখতে কাবুলের মতো হলেও আসলেই তার নাম আবুল।খালি ভাব আলা সান গ্লাস না হাতে ব্রেস্লেট ব্যান্ডানা পড়ে এলাকা চড়িয়ে বেড়ানো তার ন্যাঙটা কালের স্বভাব।বংশে তারা খানদানী।সবার কাছ থেকে টাকা পয়সা ধার করে বড় বড় রুই কাতলা মাছ নিয়ে যাওয়ায় ওস্তাদ তাদের পরিবারের ছোটো থেকে বড় সবাই।জীবনের কোথাও তাদের ফ্যামিলির কেউই হারতে শেখে নি।কোনো কিছু না পেলেও এট লিস্ট কুকুরের মতো হাড় টা নিয়ে এসেছে।সেই ধারাবাহিকতায় আবুল ও হারতে শেখে নি।সে গত দুই বছর ধরে একটা মেয়ের প্রেমে এমন ভাবেই পড়েছে যে আর উঠতে পারছে না।মেয়ে অতীব সুন্দরী,সদা হাস্যজ্জ্বল।সেই হাসি অনেকেরই সহ্য হলেও আবুলেও ওপেন হার্ট সার্জারী করা হৃদয় সহ্য করতে পারে না।কিন্তু সমস্যা একটাই মেয়েকে হাজার বোঝানোর চিন্তা করেও সে বোঝাতে পারে না সে তাকে কতটা ভালোবাসে।এই মেয়েজাতি খুব ই ছলনাময়ী। পাড়ায় টঙে বসে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলে সে..
-বুঝলি মতিন টুনি আমারে বুঝলো না...
-ক্যানরে আবুইল্ল্যা কি হইছে...?
-ওই তুই আমারে আবুল কইতে পারস না? আমি একটা মডার্ণ ঘরের পোলা।খানদানী বংশ..
-আচ্ছা আবুল মাফ কইরে দে।বল কি হইছে?
-একটা মাইয়্যারে প্রাণ দিয়া পেয়ার করি।মাইয়্যা বোঝেনা আমারে...
-পেয়ার কি জিনিস??? পেয়ারার কথা কস নাকি?
-ওই আবাল।লেহাপড়া করস নাই কোনোজনমে?
-ক্যান আবুল ভাই কি হইছে?
-আমি "পেয়ার" এর কথা কইছি লাভ লাভ।বল এহন লাভ ও বোঝোস না...
-হো বুঝি।আমার এই দোকানে কত্ত লাভ হয়...
-ওই হালার্পুত, লাভ মানে ভালোবাসা।
-ভালোবাসা লাগবো আমারে কইলেও তো হইতো।টুনি ভাবী রানতে পারে...??
-তোর মতো আবালের লগে কথা কওয়াও লস...ওই তুই মহব্বত প্রেম বোঝোস না...?
-ছিঃছিঃছি তুমি মহব্বত চাচার লগে প্রেম করো...?
-ওই আবাল আমি কি মহব্বত প্রেমের কথা কইছি? আমি কইছি আমি টুনি রে মহব্বত করি।
-ও বুঝায় কবা তো।আমি তো আর সেইডা বুঝি নাই।
-ও আচ্ছা বুঝছি এহন।আচ্ছা মাইয়্যাডা কিসে পড়ে...?
-কেলাস ফাইভে...
-কি কউ ফাইভে পড়লে আবার দুই বছর আগে থিক্কা ঘুরলা ক্যামনে?
-ওই তুই জানস না আমি মডার্ণ যুগের পোলা।এখন কার পোলারা ফোর ফাইভের মেয়েদের লগে প্রেম করে।যাতে হেতেরা অন্য কারো লগে প্রেম না করতে পারে।
-কিন্তু অতটুকু মাইয়্যা তোমার প্রেম বুঝবো ক্যামনে? সে তো ভালোবাসা প্রেম মহব্বত চেনে না।
-চেনে না বইলেই তো সমস্যা।আমি তো সুইসাইড খামু...
-আরে না আবুল ভাই।তুমি সুইসাইড খাইলে আমার চা খাবো কিডা...?তুমি এইগুলা কইরো না।
এরকম একটা বেদনাময়ী সময়ে আমিনের প্রবেশ...
-আবুল ভাই, আবুল ভাই
-কি হইছে?
-কেবল টুনির লগে কথা কইয়া আইলাম
-কি কস? সত্যি? কি কইছে হেতে? আমার লগে প্রেম করবো?
-হেতে কইছে হেতের আরো চার বছর আগে থেকে জামাইল্ল্যার লগে প্রেম...
-কি কইস এইগুলা..আমার মাথায় পানি ঢাল..
©somewhere in net ltd.