![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
-আরে তোমার চেহারা তো অনেক কিউট কিউট। তা এরকম মিউট কি সবসময় থাকা হয়...???
-আমি কারণ ছাড়া অনলাইন হই না...??
-অনলাইন...??? হেঃহেঃহেঃ ভালোই বলছো...
-তা আমাদের দলে যোগ দিতে হলে এসব অফলাইন-টফলাইন ভূলে যেতে হবে আমাদের মতো অনলাইনে থাকতে হবে পার্মানেন্টলি।পারবা তো...?
-হ্যা আপনারা আসলেই সক্রিয়। দিনে ভাষণ দিয়ে দেশ উদ্ধারে। রাতে পতিতার দেহ উদ্ধারে..
-হোয়াট ননসেন্স...?? যাই হোক আই লাইক ইট। এইভাবে বিরোধী দলকে পচাবে।ওকে...
-দেখা যাক...
-তা ভবিষ্যৎ লক্ষ্য কি?
-গোল অর্জন করা..
-গোল? ও হ্যা আমারও তো গোল অর্জন করা লক্ষ্য।তয় সেই গোলটা কি...???
-মানুষ হওয়া।
-তুমি এখন কি?
-অমানুষ
-তোমার মতো নেতাই তো আমার দরকার।চীর আপ ম্যান।আমাদের দলে এসে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল
-আমারটা হলে আপনার লস।আপনার টা অনুজ্জ্বল
-এ কি তুমি কি বলতেছ এসব....
-কিছু না।
-তুমি তো বাপু বহুৎ চালাক মাল।কি সব হুট হাট করে বলো...??তা বাপু চলবে নাকি...???
(লাল পাণীয় বাড়িয়ে)
-কার প্রসাব....?
-প্রসাব...???কই??? ও আই গট দ্যাট।ইউ আর টু ফানি ম্যান....হে হে হে। ইউ আর এ ব্রিলিয়্যান্ট....
-ম্যানুফেকচারি ডিফেট...
-কিয়ের...?
-ইন্টেলেকচুয়ালিটি...
-আবারো মজা নিতেছো....?তোমার বাবায় আসলে একটা সেরম মাল জন্ম দিছে।নিজেও জানে না....
-আসলেই...
-আসলে মানে??? কি বলো...???
-আমার বাবা আসলেই জানে না কেমন মাল সে জন্ম দিছে...
-হ্যা ঠিক।তোমার বাবারে আমার সামনে এনে দিও বোঝায় দিবোনে....
(একটা আয়না টেবিলের নিচ থেকে বের করে দিয়ে)
-নেন বোঝান...
-কি বোঝাবো....?আয়না দিয়ে কি করবো...??
-আয়নার লোকটাই আমার বাবা..
-হোয়াট দ্যা ফাক...?বুঝছি বুঝছি আবার জোক করতেছো...
-কাজের লোককে ১৯ বছর আগে ধর্ষণ করা আপনার কাছে জোকস হইতে পারে কিন্তু আমার আম্মার কাছে না....
©somewhere in net ltd.