![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছেলেটির নাম ছিলো রাফাত
করতো না কারো কথায় কর্ণপাত
উঠতো বসতো আদরে আবদারে
ঘুরত না অযথা বনে বাদারে
মা-বাবার একান্ত ভদ্র ছেলে
হাসতো না মোটেও হাসি পেলে
গম্ভীর এক ভাব থাকতো মুখে
বাবা মা ছিলো অতীব সুখে
জানি না কোন চৌম্বক ক্ষেত্র
বা অন্য কোনো কালো মন্ত্রে
বাদরামি মিশে গেল ছেলের রন্ধ্রে
কষ্ট দিতো অযথা ভিক্ষুক বা অন্ধে
ক্লাসে দিতো পাদ
মসজিদ ও যেতো বাদ
সবাই দিতো অপবাদ
একটুও হলো না লাজ
মা বাবা হলো বিরক্ত
বদমায়েশি ছেলের পাচ ওয়াক্ত
তাও যদি একটু থামতো
বাবা মা কিছুটা হলেও বাচতো
কিন্তু কী এক অজানা দেশের
অজনা পরী এলো রাস্তায়
দেখা গেল কী যেন নিচ্ছে
ছোট কোনো চটের বস্তায়
ছেলের মাথায় চড়লো ভূত
বস্তায় করতে হবে মূত
কিন্তু একি?
এ যে অতীব সুন্দরী
মিশিয়ে মনের মাধুরী
বিধাতার কি এক
অপরূপ সৃষ্টি
মেয়েকে দেখার নেশায়
রিক্সা চালানো হলো পেশায়
তাও কি আর সখ যায়?
মেয়েটি যে তাহার চাই ই চাই
মেয়েটাকে সে বড্ড ভালোবাসে
মেয়ে বারান্দায় দাড়ায় এলোকেশে
যদিও একটু ছেলেকে দেখে হাসে
ছেলে ভাসে দূর আকাশে
এভাবেই কাটছিলো দিন
মেয়েও ছিলো পরাধীন
হঠাৎ এলো সময়
দেখতে যাবার হিমালয়
এগলি ওগলি পেরিয়ে
ছেলের কাছে আসে
খবর গড়িয়ে
চোখ ছলছল হয়ে ওঠে
এই জীবন কি হবে না মিঠে?
কান্না বিজারিত ছোট্ট চোখে
সে কি চলে যাবে আলোখে
এভাবনায় বসে পড়ে
মেয়েটার মন আজই নড়ে
পাঠায় এক উড়োচিঠি
ভেতরে এক ছোট্ট কাঠি
সেথায় লেখা এক ফেসবুক আইডি
যেথায় গেলে পাবে রূপোর কাঠি
শুরু হলো চ্যাটিং এর দিন
মন যে সারাক্ষণ রঙিন
মেয়ের নাম তানী
এ যেন নায়িকা রানী
ছেলের হয় ঘুম হারাম
মেয়ের লাইফেই যত আরাম
নতুন বিএফ, নতুন জামাই
বান্ধবীরা খেতে চায় মন্ডা মিঠাই
বন্ধু মহলে ছেলে এখন টপে
কাউকে কি সে এখন গোণে?
মনে তাহার বিশাল ফূর্তি
সবাই এখন তার কাছে মূর্তি
বন্ধু রা সব জানায় আর্তি
দে আমাদের কিছু বাড়তি
ছেলের এখন পকেট গরম
বন্ধু গুলা খায়ও চরম
প্রেম চলে প্রেমের মতো
ফারাক হয় সময় মতো
বেপারটা নয় মোটেও ক্ষুদ্র
দোষ আছে কিছু মুদ্র
ছেলে নাকি মেয়ের এটাই কথা
যেকোনো একজনকে পেতে হবে ব্যাথা
মেয়ের আছে কিছু কথা
ছেলের সময় নেই অযথা
মেয়ের বন্ধুত্ব নতুন ছেলের সাথে
এই কাজটা কি এক বছর প্রেমের পর সাজে?
ছেলের নেই ঘনিষ্ঠ কেউ
উইথাউট এক জিএফ বা বউ
ছেলে কি পারে সহ্য করতে?
বউ এর এক বন্ধু আছে।
রেগে গিয়ে একদিন থাপ্পড় মারে
রাগে তার ও রাগ বাড়ে
মেয়েটিও কাদতে কাদতে চলে আসে
বন্ধুটি তাকে স্বান্তনা দিয়ে
নিজের লাইন ক্লিয়ার করে
বান্ধবীকে বউ বানাতে সেও প্রচুর চেষ্টা করে
সময় গড়ায়
এ পাড়ায়
ও পাড়ায়...
বন্ধুর ও আসে সুখের দিন
বান্ধবী টার তো পটেই গেছে
আজ বাজুক না বিয়ের বীণ
রাফাত কিন্তু আজ ও একা
ছাদের কোণেই থাকে
দূরের ছাদের টানানো কাপড়্গুলোতে
একমনেই তাকিয়ে থাকে
তানীর তবুও সঙ্গী জোটে
যদিও সেটা একটা মোটে
ছেলেটার একা একাই নখ খোটে
তানীর জীভ লাগে নতুন বিএফের ঠোটে
রাফাত কি পারে এগুলো সহ্য করতে?
সে তো এখনো বাসে ভালো পরতে পরতে
ছাদ থেকে তাকায় নিচের দিকে
মাটিকেই বেশি আপন লাগে
একবার ভাবে সৃষ্টি কর্তাকে
আর এক বার তার নিজের মা কে
মা তুমি করো ক্ষমা
পৃথিবীতে কিছু একটা রইলো জমা
"আমি যাচ্ছি তানী তোমায় ছেড়ে
বড়ই ভূল করলাম কি তোমায় মেরে?
আমি সত্যিই ভালোবাসতাম তোমায়
এটাই কি ছিলো আমার অন্যায়? "
এই বলে সে দিলো ঝাপ
মরে যাচ্ছে সকল পাপ
যেই ছেলেটির একটাই বাপ
সহ্য করতে পারে এত্ত চাপ?
সন্তান হারানোর বেদনায়
বেরসিক হার্ট
হঠাৎ মোচড়ামুচড়ি করে
উইথাউট আর্ট
ডাক্তার বলে মৃত রোগী
আপনারাই দোষী নন কি?
মার চোখে অশ্রু জাগে
খোদা দিলো কী এসবই ভাগে
যদি এগুলো জানতেন আগে
সুইসাইড করতেন এসবের আবেগে
তানী আছে কিন্তু মহাসুখে
নতুন বিএফের ঠোট নিয়ে মুখে
পার্কের নির্জন রাস্তাগুলোতে
রাফাতের আত্মা এসব দেখে কাদে...
©somewhere in net ltd.