![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমার মুখ লুকিয়ে তোমার বুকে
ফুপিয়ে ফুপিয়ে কাদে
আমার অশ্রু বৈশাখের রোদে
অরণ্যের রোদনে ছোটে
আমার অপ্রাপ্তিতা কীসের জৌলুসে
কান্না হাসিতে ঝোলে ফাসিতে
আমি ভাঙি মন অন্তর্দন্দ্বে
নতুন এক অন্তহীন পথে
ভাবী কী সুখের কোলাহলে
আশ্বিন মাঘে মানুষ হাসে
চাদের হাসি, দুগ্ধ বাসি
গন্ধ যুক্ত পায়জামায় প্রেয়সী
আমার চিন্তার দোটানায়
পিছু হটে কাব্য বানায়
আমার ঠোটে সিগারেট শোভা পায়
তোমার দাত ঠোট কামড়ায়
নতুন কোনো পাপের আশ্রিত তুমি
কেড়ে নিচ্ছ অন্য যুবকের ভূমি
যৌবনের উন্মনা তোমায় রাঙায়
যুবকের টাকা এভাবেই ভাঙায়
আমি ভাই গরীব ছেলে
বসে থাকি পাতাল রেলে
খুড়ে চলি মন মানষিকতা
অজানা কোনো সুখের খোজে...
©somewhere in net ltd.