![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তোমার সেই বিকেলের কথা মনে পড়ে অতশী...??
ওই যে তুমি শুভ্র মেঘের পরীদের সাজে এসেছিলে...
আর আমি কোনো এনজেলের মতো সাদা পাঞ্জাবীতে...
তোমার মাথায় ছিলো বেলী ফুলের মুকুট..
তোমাকে আমার রাজ্যের রানীর মতো মনে হচ্ছিল...
সেই পার্কের কোনো এক কুৎসিত সুন্দর বেঞ্চিতে বসে ছিলাম আমরা...
হাতে হাত..
তোমার মাথা আমার ঘাড়ে চেপে
পরম নির্ভরতায় বসে ছিলে...
আমি বসে বসে তোমার
নিশ্বাস গুনছিলাম...
তোমার শ্বাস প্রশ্বাস গুলোর খোজ
খবর নিচ্ছিলাম।
তারা বলেছিলো 'তারা অনেক ভালো আছে...'
আমাকে পাওয়ার পর থেকে
প্রায়ই নাকি শ্বাস প্রশ্বাস গুলোর
কর্মচাঞ্চ্যল্য হতে হতো...
আর তাই তাদের ছিলো এক ঝাক অভিমান...
প্রায়ই নাকি দীর্ঘ ঝর্ণা থেকে
বেয়ে পড়া পানির মতো তাদের
বের হতে হতো...
বিশেষ করে যখন আমার
ছবি তোমার কলার স্ক্রিনে
ভেসে উঠতো...
শ্বাস প্রশ্বাস গুলো বোধ হয়
এখন রিটায়ারমেন্টে গেছে
তাইনা,অতশী...??
এখন আর তাদের মাঝে কর্মচাঞ্চ্যল্যতা
দেখতে পাচ্ছি না...
সূর্যটাকে লেমিনেটিং করে রাখার মতো
সেই বিকেলের ল্যান্ডস্কেপটা
আজ নিউরনের ভাজে ভাজে
ল্যান্ডস্কেপ হিসেবেই ইস্ত্রী করে
ভাজ করে রাখা হয়েছে মে বি...
সেই জন্যেই সেই বিকেলের
মতো উষ্ণ রোদের ছোয়া আর পাই না।
ঝালমুড়ি,ফুচকা বেচা লোকগুলোও
নায়কের মতো এসে
ওইসব অখাদ্য গুলো
তাদের ভাবীদের জন্য দিতে চায় না..
অখাদ্য...??
হুহ...
অখাদ্যগুলোও খানদানী শাহী
ভোজের মতো কেউ আর খায় না...
কেউ আর সেই
কারো মুখের দিকে চেয়ে
অখাদ্য খাওয়ার দৃশ্য
ভক্ষণ করে না...
আজ এই পার্কের পাশে
আকাশ ছোয়া অনেক বাড়ী...
আকাশটাকেই দেখতে কষ্ট হচ্ছে
না হলে লেমিনেটিং করা সূর্যটাকে
আরেকটু দেখে নিতাম।
দরকার হলে পেরেক দিয়েই পুতে ফেলতাম।
স্মৃতিগুলোকে গেথে দিতাম।
কিন্তু পারলাম কই?
কে যেন জড় জড় বড় বড়
বিল্ডিং গুলোর আড়াল থেকে
লাঠি দিয়ে সূর্যটাকে নামিয়ে নিল।
আমি স্তব্ধ ভাবেই বসে থাকলাম
আমার ল্যান্ডস্কেপের সামনে...
সেই তুমি নেই,আমিও নেই
হাসি-ঠাট্টা গূলোও নেই,
সূর্যটাও নেই...
কেউ একজন নাক দিয়ে বেয়ে
বেয়ে নামতে চাচ্ছে...
হাত নাকে নিলাম...
হুম....
নাহ,ভয় পাইনি...
তুমি চলে যাওয়ার পর প্রায়ই
মস্তিষ্কে রক্ত কণিকা গুলো
থাকতে চায় না।
খুব সম্ভবত,স্মৃতিগুলোকে
জায়গা করে দিতে চায়।
ভোগাতে চায় আমাকে আরো বেশি।
খুব সম্ভবত এই জন্যেই
শরীরে আর কোনো ফাক ফোকড়
না পেয়ে নাক দিয়েই বের হয়
প্রচন্ড মাথা জ্বালা করে...
আমি পকেট থেকে টিস্যু বের করলাম
নাক মুছে নিচে ফেলে দিলাম...
স্মৃতিগুলোকেও মুছে ফেলতে পারলে খুব বেশি খারাপ হতো না অতশী...
সত্যি বলছি....
খুব বেশি খারাপ হতো না...
©somewhere in net ltd.