নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা....

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

ব্রাউন হেয়ার ব্যান্ড দিয়ে পনিটেইল

করা চুল

আজ এ গলি ওগলির

বাধ পেরিয়ে কেউ

আটকাতে আটকাতে যায় না



কেউ শ্যানোল ফাইভের

গন্ধের পেছনে ক্ষুদার্থ

কুকুরের মতো ছুটতে ছুটতেও

ছোটে না কারো পেছনে..



রাস্তার পাশের সুপারি গাছগুলো

আকাশ সমান উচ্চতা নিয়েও

পাহাড়া দেয় না দুজনকে



আশেপাশের ছিচকে ছ্যাছড়াগুলোও

পার্কের কোনা কাঞ্চিতে

অযথা অসময়ে ঘোরাফেরা করেনা

সুস্থ কোনো অপ্রস্তুত অসময়ের আশায়



আমি জানি অনেক কিছুই পাল্টিয়েছে

সত্যজিৎের গপ্প গুলোও

বিক্রি হয়না সেই লাইব্রেরি তে

আলু পটলের দাম হাকা

লাইব্রেরিয়ান গুলোর

বইয়ের গুদামে...



হা হাপুসে রোদ দুপুরের কড়া

রোদে এখন মিষ্টি হাসি হাসে

একটা সানগ্লাস চোখে

পৃথিবী কে মিষ্টি আলো দেয়



দেবেই না কেনো?

আজ তো তুমি নেই...



আজ তো আমি

এই আরশোলাদের সাথে

ঘুনপোকার শব্দ শুনতে অভ্যস্ত

এই জগাখিচুড়ী মার্কা স্থানে



যেখানে স্থানে স্থানে পড়ে থাকে টার্ম পেপার

আর ময়লা চাদর...



গেঞ্জিগুলো রুমের কোনো

স্তব্ধতা নিয়ে হাই তোলে

আমার দিকে তাকিয়ে থাকে

কেউ তাদের কষ্ট দিবে

পানির মধ্যে কচলাবে

পিষে পিষে পানি বের করবে...



হয়না...



হয়না.....



অনেক কিছুই অনেকের হয়না

অনেক কিছুই পাওয়া হয়না

অনেকেই আজ ব্যস্ত

আমিও যাচ্ছি অস্ত.....



sigh নামের নিঃশ্বাস

আজ আমার অভ্যন্তরে

ভীরু হরিনীর মতো ছুটে বেড়ায়

ক্লান্তির এক মহাদেশ থেকে আরেক মহাশশ্মানে

বেসামাল মারিজুয়ানার প্রতি

সেন্টি মিটারে

সেন্টিমেন্টাল মন

ভরে ওঠে অস্বস্তিতে...



ক্লান্তিতে...



অবসাদে যাচ্ছি অতলে...



অনেক গভীরে...



অনেক ভেতরে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.