নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আলোচনা সমালোচনাঃহুমায়ন আহমেদ...

৩০ শে মে, ২০১৪ ভোর ৫:২৭

প্রথমেই বলে নেই সমালোচনা টা লেখার পর প্রথমেই একটা কথা বলা হবে, "সৃজন তুমি আগে তার মতো হও তারপরে তাকে নিয়ে সমালোচনা করো।"আমি বলবো কাউকে নিয়ে সমালোচনা করতে তার মতো হতে হয় না।করতে হয় তার সম্পর্কে নিবিড় স্টাডি এবং যুক্তিমূলক কিছু কথা যা অন্তঃত একজন লোকের পছন্দ হবে এবং নিরপেক্ষ কয়েকজন পছন্দ করবে।আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে সাহস..



শুরু করি তাহলে...





প্রথম কথা হচ্ছে,তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই অনেক কথা বলেন।আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয়টা একদমই ব্যক্তিগত।এটা নিয়ে মানুষের নাক গলানো উচিৎ।যদিও সারা বিশ্ব এই অনুচিত কাজটাই দিনের পর দিন করে যাচ্ছে।সমালোচনার জন্য এটা ফ্যাক্টর না।আমরাও যেমন মানুশ সেলেব্রিটি রাও মানুশ।তাদের পার্সোনাল কিছু বিষয় থাকতেই পারে এটা তাদের লীড করতে দেয়া উচিৎ....



দ্বিতীয়ত এটা আমি তার খুব কম সংখ্যক লেখা পড়ে লিখছি।তার সবগুলা লেখা আমার পড়ার ইচ্ছা আছে।তবে টাকা দিয়ে কিনে না।ফ্রেন্ড ট্রেন্ডদের কাছ থেকে সংগ্রহ করতে হবে।আপনাদের কারো কাছে থাকলেও দিবেন। তার আমি ৫ টা হিমুর উপর লেখা বই,একটা রহস্য গল্প,একটা উপন্যাস পড়েছি....



আমার কাছে মনে হইছে, লেখাগুলা খুবই উৎকৃষ্ট মানের ফালতু গল্প।এগুলা মেয়ে পটানোর অস্ত্র।তার হয়তো DSLR ছিলো না তাই মেয়ে পটাতো গল্প দিয়ে।এখন কার মেয়ে গল্পে পটে না...



আমার কাছে মনে হইছে তার IQ লেভেল অনেক শার্প ছিলো।কথার পিঠে কথা আনার এক অভূতপূর্ব ক্ষমতা তার ছিলো।যেটা তার গল্প ফাদতে খুব বেশিই সহায়তা করেছে....



তবে অনেস্টলি তার কবিতা বা গানের লিরিক গুলা অনেক বেশি স্ট্রং।অবশ্য এগুলোও আমি নেটে পড়েছি।



তার সব গল্পে (আমি যেগুলা পড়ছি) একাধিক নারী/পুরুষ গামীতার কথা বলা হয়েছে।এটা স্পষ্ট।তবে ভালো দিকটা হচ্ছে যৌনতা বিষয়ক কথাগুলা সুষ্পষ্ট উল্লেখ করেও অনেক বেশি অনেস্টলি এড়িয়ে গেছেন...



নির্মম বাস্তবতা তিনি কিছু অবাস্তবতা দিয়ে উল্লেখ করেছেন....



গল্প শিক্ষণীয় বিষয় তেমন নেই...



সব চেয়ে রাগ যেই কারণে,শুধুমাত্র প্রচার প্রচারণার জন্য তার লেখা এতো জনপ্রিয়।এবং তিনি সাহিত্যের পুরা মার্কেট টাকেই নষ্ট করে দিয়েছেন।অনেকেই অনেক ভালো লেখে এখনো দাড়াতে পারছে তার জন্য।বাংলাদেশে এখনো বহু লেখক রয়েছে যারা প্রচুর স্ট্রং।অথচ হুজুগে বাঙালী হুজুগে হুজুগেই খালি তার বই ই কিনে....



যাই হোক যত সমালোচনাই হোক,চাপাবাজি টাইপের এই লেখাগুলাই বাঙালী গোগ্রাসে গিলছে। আরো কত বছর তিনি চলে যাবার পর ও বিরাজ করবেন আমার জানা নেই।তবে আমার মতে কিছু শিখতে হলে তার বই না পড়াই বেটার।যারা জন্মদিনে বা অন্যান্য দিনে বই উপহার দেন, তারা না দেখেই না বুঝেই হিমু বা মিসির আলী সমগ্র হাতে তুলে নেন তাদের বলবো যাই কিনেন অন্তঃত মাঝ খান থেকে দুই একটা পৃষ্ঠা দেখে নিবেন।নতুন লেখকগুলাকে একটু পৃষ্ঠপোষকতা করুন।তারাও লেখক।তাদের ও মার্কেট পাওয়ার দরকার আছে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.