![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তোর চিঠি সব
বালিশের নিচে থাকে
ছুটে গিয়ে উঠি আমি
ড্রাগন ড্রাকুলার গল্পে
বিভোর আমি আর হই না,মা...
মা, তোর গল্প বলে
অল্প বোজা চোখ আজ
খোলে না
অন্ধ ভরে মুখ ছোয় না অশরীরি
আমি মারা যাবো বলে
ডাক্তারের প্রেসক্রিপশন কথা বলে
বাবা অযথাই চিন্তা করে
রেখে যায় জোকস এর
পাতাগুলো আমার কেবিনে
আমি মারা যাবো বলে
তোমার যত অভিযোগ আজ
অনুনয়ে রূপ নেয়
আমি দেখি তোমাকে
কেবিনের দরজা ভেদ করে
অবিরত তাকিয়ে থাক
আমার মুখে
ভীষণ অস্বস্তি, ভীষণ অস্বস্তি
সেই দৃষ্টিতে
আমি চাই না
কেউ আমার মৃত্যুর খোজ নিক
বারংবার...
©somewhere in net ltd.