নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কিছুই করার নেই....

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

-well,that means তুমি চাওনা আমি পড়াশোনা করি?

-no rafi,u can't understand...ব্যাপারটা...

-বাবা stop...অনেক হইছে।i am leaving u...

-shit...rafi... wait...



ছেলের দরজার সামনে এসে ধাক্কাতে থাকে রাফিদ সাহেব।গত ২১ বছরে যেই ছেলেকে বড় করতে কোনো সমস্যাই হয়নি। সেই ছেলের পড়াশোনার সামান্য কিছু টাকা যোগার করতে হিমশিম খাচ্ছেন তিনি।প্রচুর অর্থকষ্টে না থাকলে তিনি ফেরত ও দিতেন না অবশ্য।ছেলেটা তার খুব আদুরে।যাকে জন্ম সে দিয়েছেন সে আর যাই হোক নষ্ট হতে পারেনি।জীবনে সে পজিটিভলি ফাইট করে জিতে যেতে শিখেছে হয়তো অধিকাংশ ক্ষেত্রে জিতেও গিয়েছে কিন্তু সিকিউরড লাইফ কখনো লীড করতে পারেনি।তার উচিৎ ছিলো লাইফটাকে সবার আগে সিকিউরড করা।এর জন্যই স্ত্রীকে হারালো।অল্প অল্প দূরে সরে যেতে যেতে একদম ছেড়েই চলে গেল।এটা অন্তঃত তার এক্সপেক্টেড ছিলো।অনেক কিছুই আনএক্সপেক্টেডলি ঘটে যাচ্ছে।



বিছানার পাশেই টাইলস এ বসে আবোল টাবোল চিন্তা গুলো করছিলো সে।সে জানে তার ছেলে টাকা পয়সা ম্যানেজ করে ফেলবে এইটা ব্যাপারই না তার কাছে।কিন্তু সে বেচে থাকতে ছেলে নিজের টাকায় চলবে বিষয়টা লজ্জাজনক।অন্য অনেক বাবার মতো তো সে না। সে একজন আইডল বাবা হতে চেয়েছিলো।ইভেন ছোটো বেলায় স্কুলের রাফির বাবাই ছিলো সবচেয়ে আকর্ষণীয়।এ নিয়ে রাফির অনেক ফ্রেন্ডদের মা দের মধ্যেও কানা ঘুষা চলতো।সবকিছুই পাল্টে যাচ্ছে।বিজনেসে লস খেয়েই সব গোলমেলে হতে লাগলো।বাইশ বছর ধরে যে সংসার গড়ে নিয়েছিলো এক বছরের অর্থাভাবে সব হাভাতের মতো নাই করে দিলো প্রকৃতি।



এগুলো নিয়ে প্রস্তুত ঈ ছিলো না সে।টাকা যখন হাতে এসেছে সব কিনেছে। কিন্তু ব্যবসা তল্পি তল্পা গোছাতে গোছাতে সব গেল।টাকা না থাকলে কেউই পাশে থাকে না।কথাটা সত্যি।আর সুযোগ যখন আছে কেনো থাকবে?



চোখের সামনে দিয়ে ছেলেটা বের হয়ে যাচ্ছে।হাটি হাটি পা নিয়ে বেড়ে ওঠা ছেলেটা সত্যিই বের হয়ে গেল।কিছুই করার নেই....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.