নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আভিজাত্যের সেবাঘর থেকে....

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

পাতালপুরীর পাতালের

দূরালাপনি তে যাদের

আলাপ চলে প্রতি নিয়ত

আপনি আপনি সন্মোধনে মুখরিত

শূণ্য হতে হয় যাদের

তাদের শেষ আশ্রমে যাওয়ার

দূর্ভাগ্য হয়েছিলো



আমি স্তম্ভিত

মৃত্যু রাও এখানে আতঙ্কিত

এতো আলোর বিভাষিকা দেখে

তারা বিভাষিত



অর্থের ছড়াছড়ি

আভিজাত্যের মারামারি

আর সুখ কেনাবেচার

এক রক্তারক্তি দৃশ্য



তবে এ দৃশ্যগুলোতে

রক্তের লাল নেই

স্বভাবতই টিকটিকির সাদা রক্তের

অনুরূপ কিছু থাকলেও থাকতে পারে..



আমি কি তাহলে এ চিকিৎসালয়ের

খবর শুনি? টিভিতে,পত্রিকায়?



যেখানে বড় বড় ছবি দিয়ে

ফিচার ছাপা হয়



যেখানে মানুষ বারান্দায়

কুকুরসম মর্যাদা পেয়ে ধন্য মনে করে

বন্যতাও যেখানে নিঃস্পৃহ

যেখানে এক গাজা খাওয়া

রাজার জন্য অসংখ্য প্রজা

জীবনের শেষ টুকুও বিলিয়ে

দিতে চায়

প্রিয়জনকে পেতে...



যেখানকার প্রতি বারান্দার প্রতি

গ্রিলে লেগে থাকে থুথু আর রক্তের ছিটেফোঁটা

যেখানে জমদূত চরম সাহসে

সিংহাসন পেতে নিতে কুণ্ঠিত হয়না...



দূর থেকে এজন্যেই তারা আমাদের কষ্ট বুঝতে পায় না তাহলে...?



একবার নেমে আসবে?

দেখে যাও, কতো ভালো থাকি আমরা?



লাশবাহী পিতাকে দেখে কুকড়ে উঠো না

জমদূত আবারো জেগে যাবে

কষ্ট করে কষ্ট দিতে চাইবে অন্য কাউকে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.