নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

পাবলিক ভারসিটি vs প্রাইভেট ভারসিটি....

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১

সরকারী বেসরকারী ভারসিটির পার্থক্যের সীমারেখা টানা আক্ষরিক অর্থে কঠিন...



সত্যিকার অর্থে তুলনা মরা সম্ভব না।যে যার স্থান থেকে স্বকীয়...



তারপরেও একটা আউটলাইন দেখাচ্ছি...



মনে হয় এগুলো অনেকের কাছেই গ্রহণযোগ্য হবে না।না হলেও আমার কিছুই করার নাই তারপরেও মনের ইচ্ছা হলো লেখলাম।আমি গালি খেলেও লেখি কেউ প্রসংশা করলেও লিখি..



প্রথম কথাটা সেরে নিই।আমার অভিজ্ঞতার অধিকাংশ ই শোনা।



আমি আমার জীবনে তিনটা সরকারী ভারসিটি এবং গোটা আটেক বেসরকারি ভারসিটির ভেতর থেকে ঘুরে আসছি এবং অনেক ভাইয়া আপুর সংস্পর্শে গেছি সেখান থেকেই লেখা টা লেখলাম...



আর পুরো বিষয়গুলো স্থান,কাল,পাত্র ভেবে চেঞ্জ হবে।গাধার মতো লজিক ছাড়া কথা বলতে আসবেন না প্লিজ...



প্রথম কথা হচ্ছে সরকারী ভারসিটিগুলো দেশের প্রথম শ্রেনীর কিছু ছেলেমেয়ে ছেকে নেয় এরপরে বেসরকারি গুলো তে ভর্তি হয়।তবে সব ক্ষেত্রে সত্যি না বিষয়টা। নর্থ সাউথেও কিন্তু এডমিশন দিয়ে ছেলেমেয়ে ভর্তি হয় এবং আমার মনে হয় তারা যথেষ্ট ভালো ছাত্র বলতে যা বোঝায় সেটা...



বেসরকারি তে আসলেই টাকার খেলা।টাকা দিয়ে সার্টিফিকেট কেনা এবং এটা যেহেতু তাদের বিজনেস তারা চাইবে আপনাকে ভারসিটি তে রেখে টাকা ইনকাম করে নিতে।আপনি যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এভাবে বলা যেতে পারে আপনাকে দিয়ে তারা যেভাবেই হোক ভালো রেজাল্ট করিয়েই নিবে।আপনি খারাপ রেজাল্ট নিয়ে গিয়ে ভারসিটি র মান সম্মান ডোবাবেন এটা হবে না। আপনাকে অসংখ্য বার রিপার্ট দিয়ে ভালো একটা রেজাল্ট বের করাবে...



সরকারীতে এর বিপরীত চিত্র।প্রশ্ন কঠিন হলে ছেলে মেয়েরা এক্সাম বয়কট করে।টিচার এখানে নগণ্য...



প্রশ্ন সহজ করিয়ে পাশ করাটাই এখানে মুখ্য...



সরকারী ভারসিটি গুলোর অধিকাংশ ছেলেমেয়ে এক্সামের আগের রাতেই পড়ে।সারাদিন ঘুরাফেরা, বন্ধু বান্ধব এগুলো নিয়েই কাটে...



প্রাইভেটে এই সুযোগ কম।নিয়মিত এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সাম লেগেই থাকে...



পাবলিকে ক্লাস না নিলেও প্রব নাই শিক্ষকদের।আপনারা অনেকেই জানেন ভারসিটির প্রতিটা টিচার শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকে।অনেকেই বিদেশে চলে যায় এক দুই মাসের ছুটি নিয়ে এবং ছয় সাত মাস কাটিয়ে দেয়।তাদের নরমাল শোকজ ও দেখাতে হয় না।তাদের কে আনতে হলে নামকরা কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়...



প্রাইভেটের ক্লাসের সাথে যেহেতু অর্থ আসার একটা ব্যবস্থা জড়িত।তাই ক্লাস গুলো নিয়মিত হয়।অধিকাংশ ভালো ভারসিটি গুলোতে পাবলিকের টিচার রাই ক্লাস নেয় এবং বাইরে থেকেও টিচার আনা হয়...



প্রাইভেটে নিয়মিত পড়াশোনার ওপর থাকার দরুন স্কিল ভালো থাকে এবং আপনাকে লেটেস্ট বিষয়গুলোই পড়ানো হয়।আপনাকে অনেক গুলো এক্সট্রা সাবজেক্ট পড়ানো হবে যেগুলো চাকরি জীবনে হেল্পফুল হতে পারে...



পাবলিকের হলগুলোতে থাকলে অনেক বেশি লাভ হয়।আড্ডা দিলেও অনেক কিছু শেখা যায় জানা যায়।অনেক লেভেলের বন্ধু বান্ধবী বা বড় ভাই থাকার কারণে আপনি লেটেস্ট আপডেট গুলো খুব সহজেই পাবেন...



প্রাইভেটে আপনাকে পুরোপুরি কর্পোরেট পরিবেশে বড় করা হবে।আপনাকে বুঝতেই দেয়া হবে না আপনার কোনো ইচ্ছা আছে, সখ আছে।আপনাকে তারা যা দিবে সেটা যেভাবেই হোক আদায় করে নিবে এবং এটাই কর্পোরেট লাইফ।এখানে কেউ বসে থাকবে না।আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলার ব্যবস্থা করে দিবে।তাই আলাদা করে আপনাকে জীবন নিয়ে ক্যালকুলেট করতে হবে না.।।



পাবলিক গুলোর চিন্তা ভাবনা পুরোই উল্টো...



এখানে আপনি নিজেই সব।আপনি চাচ্ছেন সেটাই আপনি পাবেন।আপনি হিয়ে উঠবেন কেয়ারলেস।তবে আপনার একটা আলাদা সত্ত্বার উপস্থিতি আপনি ভালো ভাবেই বুঝবেন।আপনি নিজেকে বড় ভাবতে পারবেন।আপনি অনেকগুলো সমস্যার ক্যালকুলেট সহজেই করতে পারবেন।কারণ আপনি অনেক লেভেলের ছেলে মেয়ের সাথে মিশছেন...



আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন আপনার জন্য প্রাইভেট ভারসিটি না।কারণ সবাই যখন দামী মোবাইল,দামী গাড়ি নিয়ে ঘুরবে।আপনার খারাপ লাগবেই। তবে এখানে পড়লে উঁচু তে পৌছানোর একটা উঁচু ইচ্ছা সহজেই ক্রিয়েট হয় কিন্তু পাবলিকে এটা খুব কম ক্ষেত্রেই ক্রিয়েট হতে পারে। কারণ আপনি একই টাইপের লোকজনের ভেতর থাকবেন এবং অনেকটা জোয়ারে ভাসার মতো ভাসতে থাকবেন..



তারুণ্যের পূর্ণ মর্যাদা পাবলিকেই পাবেন।আর যদি হোস্টেলে থাকেন তাহলে তো কথাই নেই।সব রকমের এক্সপেরিয়েন্স হতে পারে।প্রাইভেটে এই সুযোগ নেই ই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.