![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছুটে চলেছিলাম বিষুবের উত্তরে
সেই নক্ষত্রগুলোর সাথে
যাদের যোগাযোগ ছিলো
আয়ুরেখার সাথে
সাড়া দিতে দেরী হলো
কেয়ারী ক্ষণের পঞ্জিকায়
ধূর্ত কিছু মুহূর্তকে
সময় রা পা দিয়ে মাড়ায়
আমার এ গলিতে দেয়ালে
যারা দেয়াল চিত্রের মাঝে
যারা কর্কটক্রান্তির শূণ্য ভরে তাকে
তারা কি ভেবে এসোছিলো ঝাকে?
নিহারীকার অস্থায়ী আলোক
আলোকোজ্জ্বল মুহুরি
মুহুর্মুহু শব্দে সুবহে সাদিকে জ্বলে
কৃত্রিমতা চলে সেই মলে
ভাঙা কন্ঠের স্লেট গুলো থাকে কলে
সেসবে কি সূর্যের মন গলে?
জোয়ার ভাটার টানে
প্রতি অমাবস্যায় ব্যথা ওঠে রানে
ঝিঝিরা ছিড়ে ফেলে গানে
ধাধা লেগে যাওয়া কানে
বসে ভাবি,মৃত্যু কেনো অবশ্যম্ভাবী
কেনো মৃত হয় না কবি??
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২
আলম দীপ্র বলেছেন: নিয়ে গেলাম !
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২
আলম দীপ্র বলেছেন: চমৎকার !