![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
প্রচুর রোদ যখন রিফ্লেকশন এই আধারে
বাসের উইনডোশেডে
কিছু লোকের খুনশুটি চলে
অবেলা কখন রাত ভোর কাটে
জানে ছিলো ফিতে কালো বাধা
কানে হেডফোন
আশেপাশের শব্দ আননোন
যখন ছিলাম উদ্দাম
পায়ের কাছে আগুনের গুদাম
হেডফোন নামিয়ে
চোখ একটু ঝিমিয়ে
বেড়ে ওঠা ঝলসানো
আগুণ বাণ
মানুষের চিৎকার
আগুনের হুংকার
এক এক কড়া শাসন
আমাদের চিৎকার করা বারণ
জানালা ফেড়ে পড়ি বেড়িয়ে
অনেক বাধা পেড়িয়ে
কাউকে হতে দেখি ফ্রাই
মানুষকে বুঝি এভাবেই পোড়াই...?
আমরা মানুষ,আমরা ফানুশ
আমরাই হিংস্র আগুনের দল
আমাদের চিৎকার কেউ না শোনে
আমরাই নাকি তাদের বল...!
চলুক আরও কিছুক্ষণ আগুন
আসুক দমকল বাহিনী
কে শুনবে, মরে যাওয়া
লোকটার মায়ের কাহিনী
পানি দিয়ে আগুন নেভায়
তারা আগুনে নেভায় চোখের পানি
আমরাই নাকি মানুষ
তাদের কথা মেনে চলি...
এতো ভেবে কাজ নেই..
বড্ড বাচা বেচে গেছি
দুই রাকাত নফল নামাজ শ্রেয়
বৌ,বাচ্চাই আমার সবচেয়ে প্রিয়
চলুক..
মানুষের চিৎকার
আগুনের হুংকার...
কাল পেপারে পড়ে নেবো
দাড়িয়ে দেখার কি আছে...
কান্না আসতে পারে
আমার চোখের পানি আগুনে নেভাতে চাই না
কিন্তু পেট ও তো চলে না
ঘরে বসে কতোদিন.?
এটা সোনার দেশ বোধহয়...
সোনাও হলুদ...
আগুনও....
©somewhere in net ltd.