![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
শ্রোতারা যখন ক্রেতা হয়ে যায়
ভ্রাতার মর্ম বোঝে না
তাদের কর্মে তখন থাকে সায়
মিথ্যে বলি জোটে না
এক সাথে থেকে
এক পাতে খেয়ে
অন্য পল্টনে পল্টি দিলে
অন্য দলে যোগ দিলে
আসলেই কি তাদের বিশ্বাস মিলে
কেমন সম্পর্ক আজ
বিশ্বাস...
আশ্বাস...
সব নাকি দৃঢ়
সব আজ অনুঢ়
কাকে বিশ্বাস করি
আশ্বাসে পেটের সব কথা বলি
জানি না সে কবে দিবে কথাগুলো বলি
অল্প কিছু স্বার্থের দ্বার হয়ে
আমি চাই এই বিশ্ব ভাঙুক
শাশ্বত সত্যে
আমি চাই এই কবিতা থাকুক
তোমার মনের কথ্যে
তুমি বিশ্বাস রাখো বন্ধুত্বে
তুমি বিশ্বাস রাখো ভ্রাতৃত্বে
যে ভরসা রাখে তোমাকে
ধোকা দিও না অল্প স্বার্থে...
©somewhere in net ltd.