![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তারা ঘোষণা করে আমার মাথার মূল্য
এতো কম মূল্যে বিকোনো কি আমার কাম্য
আমি চেয়েছিলাম সমাজে সাম্য
রচনা করেছিলাম কিছু রম্য
অসঙ্গতি...
কবিতার পঙক্তি...
ম্যানেজমেন্ট গ্রাজুয়েশন এর চাইতে প্রিয়
কবিতা পড়ালেখা ছিলো শ্রেয়
আমি কবরে বাঁচতে চাই না
নভেলের কয়েক পর্বে মরতে চাই না
আজ কবিদের দাম নেই
তবুও মাথার এতো দাম?
মানুষ মিথ্যে বলে তাহলে
আমি কি আসলে?
যেই আদলে গল্প লিখি
যেই বাদলে বর্ষা আসে
সেই নর্দমায় রক্ত বইবে আমার
পাশের ছত্রছায়ায় রামদা পিটাবে কামার
সে দেখবে নিজের সৃষ্টির সামনে
ঈশ্বরের সৃষ্টির মৃত্যু
আমি দেখি আমার সামনে
মৌলবাদী আমার আমার সৃষ্টি
পুড়িয়ে দেয়
সরিয়ে দেয়...
আমার সৃষ্টিকে কবরে ঢুকিয়ে দেয়
বৃষ্টি তাদের মাটিতে পুঁতে দেয়...
বিদ্রোহী ছেলেরা আমার কবিতা
বাইবেল মানে
তারা ঊর্ধ্বশ্বাসে অন্যায় দেখে ছুটে আসে
রাজনৈতিক নেতার পোষ্টারে মুতে আসে
আমার স্বার্থকতা এখানে
আমি মরে গেলে জেগে ওঠে অনেকে
আমি মরে গেলে মরে লাশ পড়ে থাকবে এখানে...
আমি কবরে ঢুকে যাবো
কয়েক পর্বে মরবো..
২| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ক্ষোভের বহিঃপ্রকাশ ভাল লাগলো ।
৩| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: চমৎকার। ৪+।
৪| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ সবাইকে :-)
৫| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:০০
জেন রসি বলেছেন: সে দেখবে নিজের সৃষ্টির সামনে
ঈশ্বরের সৃষ্টির মৃত্যু
আমি দেখি আমার সামনে
মৌলবাদী আমার আমার সৃষ্টি
পুড়িয়ে দেয়
সরিয়ে দেয়...
ভালো লেগেছে।
বিদ্রোহ চলুক।
+
৬| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫০
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: চলবেই m/
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ।
+