![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
কৃতজ্ঞতা ফিরে আসে আজকাল
আমি ভেবছি এ কোন আকাল?
সেই কিছু বছর আগে
কিছুই জোটেনি
রাস্তায় দাঁড়ানো দাদুর ভাগে
আমার হাত দুটোই পেয়েছিলো বাগে
হাত ধরে
রাস্তার মোড়ে
দাদু কানের কাছে কিছু বলে
আমি বাচ্চা তখন
দু আনা টিফিন ভাতা
না খেলে অযথা অবচেতন
পেটের রোষানল
তাও মন উতল
পকেটে হাত চালিয়ে
দু আনা দিলাম বাড়িয়ে
এতো বছর পর আজ
স্টাডিলোনে অতিষ্ঠ
পাড়ি জমাবো দূরদেশে
বাবা মা র ছেলেটি শিষ্ঠ
টাকা লাগবে অনেক
মনে বাধছিলাম সনেট
ভাবি...
আমি অনেক অভাবী
কার কাছে গিয়ে করবো দাবী
কেই বা সহনাভূতিশীল আমার প্রতি
কেই বা মেটাবে আকুতি
ছাইপাশ ভেবে
রাস্তা চলছিলাম মেপে মেপে
কার ডাকে যেন ফেরে হুশ
গরুর গুঁতোর মতো পকেটে লাগলো ঠুশ..
ফোন উঠালাম..
কারো কুরিয়ার
আমার ঠিকানায়
নাহ চিঠি না
সব নিরাকার..
লাখ দুয়েক টাকা
পকেট যখন ফাকা
বন্ধুর নেয়া ধার
খুশির ইমোটিকন আকা
টাকা ফেরত পেলাম অনেক বছর পরে
রাতের ঘুমে পেলাম সেই গল্পটারে
ছোট ছিলাম তখন
গুটি পায়ের হাটা
সব ফ্ল্যাশব্যাক
জামা কাপড়ে হাটা..
এই ছিলো কৃতজ্ঞতা
যা হাজার খুজলেও পায়না
আমাদের অজ্ঞতা...
দান ভালো ছিলো
মান বাড়ে
দান করলেই সব
সম্পদ বাড়ে...
২| ২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪৮
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:২২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
টাকা ফেরত পেলাম অনেক বছর পরে
রাতের ঘুমে পেলাম সেই গল্পটারে
ভালো লাগলো আপনার ছড়া কবিতা। ++