![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
রেমিটেন্স নিয়ে রিমোটের
মতো বসে আছি এই টাওয়ারে
দেশের মানুষ ভাবে
কতো টাকা ইনকাম করি আওয়ারে
ফ্যামিলি পুরোটা চলে
আমার পাওয়ারে
ফ্রেডরিক রিক টেইলরের নীতির মতো
আমি যেন টাকা পাঠানোর যন্ত্র
আমার যেন জানা আছে
টাকা বানানোর মন্ত্র
পাচ ডলারে স্যান্ডউইচ খেলেও প্রশ্ন করে
" চারশ টাকা এক বেলা খেতেই খরচ করলি?
এরকম অপচয় করিস না বাবা আর "
আর দেশে বসে টাকা গুনে
করছে তারা সাবার..
প্রতি ঈদে নতুন জামাকাপড়
আর ছোট বাচ্চাদের দৌড়
আর আমি এখানে জেগে উঠি ভোর
ডরমেন্টরি থেকে বেড়িয়েই কারখানায় বোর
এক রুটি বানানো
পুরো রেস্তোরা সামলানো
বাসায় ফিরে জীবন
যেন রিবনের মতো ছিড়ে যায়
এর পরেও শুনি, ফ্যামিলি কতো কিছু চায়
আমি এতো কিছু দেই কীভাবে ভাই?
এক মাস টাকা না পাঠালে
উল্টো পাল্টা কথাতেই সময় কাটালে
জীবনের সব সঞ্চয় দিয়ে
বছর আটেক পর বাসায় গেলে শুনি
আমার টাকায় নিজের ভাইয়ের বাড়ি
তার এখন টাকা কাড়ি কাড়ি
আমার মেজাজ ভাড়ি
এই তাহলে সম্পর্কের টান?
কে রাখলো আমার মান?
ভাঙা ঘরে ফিরে চলি
জানলার ফাক দিয়ে দেখি
ভাই আমার অনেক সুখে সুখী
আমার জীবনটাই শুধু মেকি...
২| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৯
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩৩
সাজসাজু বলেছেন: সত্য বলছেন ভাই । এটাই নিরমম বাসতবতা।