![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
জোহনেসবার্গে শিলাজিৎের গীতিকবিতা পেলে
রীতিরা প্রীত হবে
অশ্রুত গানগুলো শ্রুত হবে
একাংশ শব্দ গীত হবে
আমি বিদ্যুতের তার গুনি জানালার পাশে
আমার কবিতা দৌড় মারে পাশের রবারের ঝাড়ে
আমি বসে আসি এই বরফের পাহাড়ে
একের পর এক দোষ আসে আমার ঘাড়ে
আমি লিখে যাচ্ছি শব্দ একাধারে
একে কি কবিতা বলে?
শব্দ পিষছি যাতা কলে
এই কবিতায় কি সবাই ভোলে?
অনেক বিশ্রাম দরকার
আমার আশ্রমে
মস্তিষ্কের অবরোধ এই বীরভূমে
এতো অত্যাচার করি
এতো ভালো ব্যবহার
একটা গান বের হবে
ঘুচবে অহংকার
হয় না...
শব্দ কোথায় যায়?
আমার মাথা ছেড়ে
সারাদিন ঘুমায়
ঘর ছেড়ে চলে যাই
একটা রিদম দরকার
যেখানে ঘুচবে আমার অহংকার
আমার চিলেকোঠায় বসি
অনেক বরফের বৃষ্টি
রোদ পালানো হাসি
অনেক দূরের জঙ্গল
হায়েনাদের মঙ্গল
আমি দেখি লালচোখি
মানুষ ভোগী
অন্য প্রাণীদের
দূর থেকে জিঘাংসাবৃত্তি
অবহেলিত মানব সমাজের কৃত্তি
আমার ছুটি দরকার
উল্টো গান বোনার জন্য
ছুটিতে এসে ব্যস্ত সময়
আমার জন্য কাটানো
একটা গান লিখবো
একটা সুর বুনবো...
হচ্ছেনা...
অহংকার জিতেছে আমাকে
মাথায় কিছু আসছেনা...
আমি চলে যাচ্ছি শহর ছেড়ে
এই জোহানেসবার্গ থাকবে পড়ে
গান লেখা হবেনা আর
ভাসবে না কেউ অহংকারে...
©somewhere in net ltd.