নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

সময় যখন রুদ্ধ...

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩


রুদ্ধশ্বাসে ছুটে চলা বিদ্রোহীদের
আস্তিনের নিচে সাপ
গ্রেনেড ফুটিয়ে না মেরে
দিবে অভিশাপ

পার আউন্সের গোলাবারুদে
দু টা ভ্যাট
দেশের ভেতর দেশের শত্রু
গোফ আলা কালো ক্যাট

যুদ্ধ চলছে
হাতে কলম
শুদ্ধ হচ্ছে
দেশের গায়ে মলম
জীবানু মরবে এমন আশ্বাস
তবুও থাকে ছত্রাকের বাস

বিশ্বাসঘাতকতায় মরলো তারা
বুঝলো লোভের ফসল গোরা
গোরামির গোড়ায় পানি ঢেলে
চাষ করলো ভণ্ডামীর
শত্রুদের পেলে পুষে মানুষ করে
বানালো এক পীর

পীরের মুরিদ
পীরের সুহৃদ
পীরকে মারবে গোলা
সব কিছুতেই ভন্ডামী
তাও আমার বড় গলা

কোন সে আদর্শে কে চলে?
কোন ছলনায় কে ভোলে?
সবই তোমার বিপক্ষে গেলে
সহজ হিসেব কখনোই কি মেলে?


সময় এখন রুদ্ধ
শব্দ জট মেটাবে কোন বুদ্ধ?
আমি শুদ্ধ হতে চাই
সমাজে আবদ্ধ
যেখানে সবাই সমান
রাখে প্রত্যেকের মান

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

পলাশ রহমান বলেছেন: ভালো লাগেলো।

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ :-)

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: :-) আপনাকেও

৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.