নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বরিশালে MLM কোম্পানির দৌরাত্ব....

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

নবগ্রাম রোড, বরিশাল...

চৌমাথায় যাওয়ার পথে কালুশাহ রোডের একটু পরেই আমজাদ ম্যানসনের নিচে প্রচুর সাইকেল লক্ষ্য করছিলাম কিছুদিন ধরে।প্রথমে কারণ বুঝি নি....

কিছুদিন আগে বন্ধুদের তৎপরতা দেখলাম। বুঝলাম নতুন MLM কোম্পানি।নাম Mission ২১. গ্রাম থেকে আসা বরিশাল ইউনিভারসিটির মেধাবী কিছু বন্ধু বান্ধবদের ভালোই বুঝ দিয়েছে তাদের সিনিয়র রা...

৩৭০০ টাকা করে একাউন্ট।ডান হাত-বাম হাত।অল্প দিনের মধ্যে বড়লোক হওয়ার স্বপ্নে অনেকেই একাউন্ট খুলছে।সামনে দিয়ে গেলে বোঝা যায়। মানুষ কতোটা আকৃষ্ট।শুধু ছাত্ররাই না গৃহিনী এবং মাঝ বয়সী অনেক ছেলে মেয়ে...

অথচ বাংলাদেশে ডেসটিনির এক বাজে অধ্যায়ের সূচনা করলেও এবং পুরো দেশ তোলপাড় হয়ে গেলেও মানুষ এগুলোতে আকৃষ্ট হচ্ছে....

প্রতিনিয়ত নিউজ ছাপানো হচ্ছে তাও তাদের সচেতনতা বাড়ছে না।বরং আরও বেশি ফাদে পা দিচ্ছে....

এতো সচেতনতার পরেও যখন ধরা খাচ্ছে সাধারণ মানুষ তখন দোষ দিচ্ছে সরকারের...

ঘরে বসে লাখপতি হওয়ার স্বপ্ন যারা দেখছে তাদের পোশাক আশাকে খুব বেশি বড়লোক মনে হয়নি আমার কাছে।কিন্তু মানুষগুলোর কাছে কতো বেশি অলস অর্থ পরে থাকলে মানুষ ব্যাংক,বীমা তে টাকা না ঢেলে এসবে ঢালছে এটা ভাবনার বিষয়....

কিছুদিন আগেই ফরিদপুর এবং যশোরে থাকাকালীন শুনেছিলাম আল - ইহসান নামক এক প্রতিষ্ঠান হুজুরদের মাধ্যমে টাকা তুলে বেশি সুদের মুলো ঝুলিয়ে অনেক টাকাই উধাও করে দিয়েছে....

আমার এক বন্ধুর সাথে ঝগড়া লেগেছিলো কিছুদিন আগেই দেশের অধিকাংশ মানুষই নাকি দরিদ্র!এসব সমিতি আর MLM কোম্পানির দৌরাত্বে আর ফ্রি কুয়েন্ট বিজনেস করা দেখে আমার কখনো মনে হয়না দেশের মানুষ আসলেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে....

দেশের গরীব মানুষ গুলোও পুলিশের চাকরির জন্য লাখ টাকা ঢেলে দিচ্ছে।টাকা গুলো কই থেকে আসছে আসলে....???

দেশ কোনদিকে যাচ্ছে আসলেই বোঝা দায়.....

মানুষ গুলো সচেতন হয়ে উঠুক।শুয়ে বসে অল্প সময়ে বেশি টাকা আয় করার লোভ থেকে মানুষ বিরত থাকুক সেই প্রত্যাশা থাকবে.... :-)


প্রথম আলোর সংবাদ


ওয়ার্ল্ড মিশন ২১ এর অফিস....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকাল থেকে রাত বারটা পর্যন্ত খেটে মাসে ৫০-৬০ আয় করতে খবর হয়ে যায়!!!
আর তিনারা ডান হাত বাম হাতে আহ কি নিদারুন বুদ্ধি!!!

এই মেধা আর শ্রমটা যদি সৃষ্টিশীল কাজে দিত!!!!

২| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: এটাই আ।আর আফসোস :-/

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪

গোধুলী রঙ বলেছেন: হাজারো মানুষের দুর্ভোগএর খবর এইসব আবাল জনতার কাছে পৌছায় নাহ!!! লোভ মানুষরে কত নিচে নামাতে পারে.........

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৫

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ছেলে পেলে মেসের টাকা না দিয়ে, টাকা হাওয়ালাদ করে ৩৭০০ টাকা বানিয়ে একাউন্ট খুলে বানাচ্ছে।কি যে বাজে অবস্থা না দেখলে বোঝা যাবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.