![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তোমার জন্মতে আজ ব্যথা জাগে না
মৃত্যুতে শ্রুত থাকি না
অশ্রুত শব্দ এলে
আমার কান্না পৌছায় না
এই বাতাস হঠাৎ উধাও
কীর্তনখোলার লঞ্চের খোলে
এই বাতাসের প্রতিধ্বনি
একটা কথাই শুধু বলে
" তুমি যাও, নাও এই আলো
তুমি যাও পৌছাও ভালো "
এক মোটকি কয়লার ছাই
উড়িয়ে দাও এই কীর্তনে
এক মোটকি আমি কয়লায়
শুয়ে থাকি ফাল্গুনে
মারা গেলে বিয়ের পিরীতে
পান পাতায় মুখ দেখা হবেনা
হোচট খেয়ে পড়ে গেলে সিঁড়িতে
শুরু থেকেই ভ্রম রবেনা
তুমি স্বর্গে যাও
ধান ভেনে মান রেখে দিও
"তুমি যাও,নাও আলো
তুমি একটু হলেও থেকো ভালো "
আমার আশীর্বাদ
শ্বাপদে সরীসৃপাদি
আমার শুরু ছিলো
ছিলো না আদি
এভাবেই, " তুমি যেও,সুর করে
গান বানিয়ে রয়ে যেও ভালো..."
©somewhere in net ltd.