নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

চেতনা....

১৪ ই মে, ২০১৫ সকাল ৮:৫৪

স্রোতের মাঝেও তুমি পরত দাও
এক ঝলক পলির
এক চিমটে লবণের আশায়
ফুঁড়ে চলা গলির

শলিলে শরীর পরীর প্রতি
মৃত্যুর বাইরে চলা জীবনের অব্যাহতি
তোমার চেতনাকে ফ্রেমে বাধাই করে
দেয়ালে পুঁতে দিয়ে পুজোর উত্তরীয় বানানো
পার্মানেন্ট গল্প আমাদের
যেখানে অনেক অবৈধ কার্যকলাপ
প্রতিনিয়ত করে চলে আলাপ

এ নেশাতে বুদ হয়ে
হুদ নামের পাখি পালালো
এ নেশায় অন্ধকারে
চেতনা আজ আলো জ্বালালো

আমরা কিসের চেতনায়
ঘোরাফেরা করি করিডোর থেকে করিডোর
কি খুঁজতে সময় নষ্ট করি
অপচয় করি আরমোরের

এ নেশা বেশ্যা আমাদের
অন্যকে খুঁজতে নিজেকে হারানো
এ নেশার কেচ্ছা শুনে
শুয়োর সত্যিই এবার পালালো

সর সর করে সরিয়ে দিয়ে
বড় বড় তরমুজের ফালি
ছোট খাটো চেতনায় বিশ্বাস বলে
শুনতে হয় বড়দের গালি

বিশ্বাস ছিলো আশ্বাস হিসেবে
র'মেটারিয়ালসে আস্ত শরম
চেতনা টা বুকে ধারণ করলে
আমাদের মাথা থেকে যায় গরম

এ নেশা সত্যিই অদ্ভূত
এ নেশায় উপদ্রব
এ নেশা ধ্বংস না হলেও
কমবে না উপযোগ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.