![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমরা এক দু পা হাটি
জীবন ছকের কাটাকাটি
আমি রোদ মুছে দেই
তোমার মুখে চেয়ে
তুমি সুখ ভরে দাও
এক চিমটি লবণ ছিটিয়ে
আমাদের রাগ, অভিমান
খুনসুটি প্রেম বাধা থাকে
কলেজের পাশের গলিতে
আমাদের ঘুম জেগে থাকে
ভোরের টেলিফোনে
তোমার আধ ঘুমের আল্লাদে
আমার ঘুম ঘুমিয়ে যায়
আমি মিচকি হাসি আগ বাড়িয়ে
আমাদের মাঝে কয়েক রাস্তার দূরত্ব
আমাদের মাঝে শুধু ভালোবাসার পুরুত্ব
তুমি অল্প সময়ে মিশে
স্বল্প কিছু উসুল করে নিয়েছো
তুমি কাটা হয়ে ঢুকে
ভাটাতে বাসা বেধেছো
আমি চাইছি তোমায়
অকাল বোধনে...
আমি মরতে চাই না
তোমার প্রেমের রোদনে...
২| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:৩৩
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ রাত ১২:২৬
আমি মিন্টু বলেছেন: আহা! বেশ লাগলো ভাইয়া ।