![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
সন্ধ্যার মুহূর্ত আমি আটকে রাখতে চাই সময়ে
সেই আমাদের রিক্সা হেটে চলেছিলো
মাঝ শহর বরাবর
ফুস্কা রা দিচ্ছিলো উকি বুকি জেল রোডে
আমাদের সময় বরাবর ভালো ছিলো
পুকুরের পাশে বাদাম ছিলে দেয়ার মুহূর্ত
স্বশরীরে দেখা হবে কিনা জানিনা
অনেক কিছুই মেলে না অনেক সূত্র
আমাদের কলেজের ড্রেন লাইন বরাবর
হেটে যাওয়া দুজন
পাশের গলিতে অল্প সময়ে
অনেক স্মৃতি রেখে যাওয়া কজন
ফুটপাতে হঠাৎ বসে পড়া
দুম করে প্রেমে পড়া সকালের মতো
হঠাৎ করেই সব থামিয়ে দিলাম
ছোট খাটো কিছু ব্লক পার হতে পারিনা
আর সেই আমিই কথা দিতাম কিনা
আজীবন পাশে থাকবো
আমাদের অনেক আত্মসম্মানের কাছে
ভীড়ে পড়ে থাকে প্রেম
আমাদের রাগ অভিমানে
কষ্ট পাচ্ছিলো কে কে জানে
ছোট রুমের ছোট বিছানা
এক শরীরের চাপ নিয়ে চলেছে অবিরত
এক ভাবেই মন খারাপ করে থাকে
বালিশের নিচে পড়ে থাকা সেলফোন
অনেক দিন ধরে আসেনি যেন
অবুঝ ছিলো তার মন
অনেক দিন কই?
অল্প সময়
কাল রাতে সন্ধ্যা হয়েছিলো
আজ বাইরে সকাল
আমার মনে আজীবন
ছিলো ভরা ভাদ্রে আকাল...
©somewhere in net ltd.