![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তুমি চিরপরিচিত থাকছো এ নগর জুড়ে
আমার শহরে তুমি থাকো বলে আজও আদুরে
আমার প্রেক্ষাপট
যেন এক জানজট
আমি হাসছি বলেই
তোমার চোখ কটমট
তুমি মিষ্টি হাসি হাসো বলে
এতো রেট যেন খাবার বিলে
তুমি থাকছো বলে
শহরে হচ্ছে গান প্রতি রোলে
আমার ধ্বংসস্তূপ
যেন এক মৃত্যুকূপ
অমাবস্যার রাতের হলুদে
যেন তুমি হাল্কা ধূপ
তুমি চিরপরিচিত শহরে থাকছো বলে
হকাররা খুজছে বাড়ি
গলির ভেতরে
তুমি চিরপরিচিত শহরে হাসছো বলেই
বুকে বাজছে বাশি আজকাল ভালোভাবেই
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৭
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।