![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
গাব গাছ গুলো ভেতরে ঢুকে যাচ্ছে মাটির
এখানে উঠবে ঘর পৃথিবী জাতির
সুখ মিলবে কই?
সুখী রা সব কই?
দূর দূর করে তাড়িয়ে দেয়া তারা
অন্য পুঞ্জ থেকে ছুটে আসবে
ফল্ট লাইনগুলোতে এলোমেলো চিন্তাভাবনা
মাটি ফুড়ে উঠতে চায়
পৃথিবী বলে ' আর না '
সুখ অসুখে রূপ নেয়
পৃথিবী বুড়ো হচ্ছে
আড়মোড়া ভাঙে আজকাল
মন খারাপ করে চোখের পানি শেষ হচ্ছে
ছানি পড়ছে আজকাল
ভেঙে পড়ছে সকাল
দুপুর গড়াচ্ছে আনমনে
ওজোন স্তর কে ভেদ করে
পৃথিবী বুড়ো হচ্ছে
শুরু করছে শীতল হতে
ঠান্ডা শীতল মৃত্যু চাইতো সে
যেন গাছপালা ঢেকে রাখে
একে দেয় কিছু গালগপ্পো
সব ছুটে গেলো
বুড়ো হয়ে গেলো
ত্বক খসখসে তার
মাটি ভেঙে চুরমার
কি হবে পরজীবি গুলোর?
এতো ভাবনা কি সকার?
পরজীবী দেহে ভাঙে
পরজীবী থাকে গাঙে
থাকবে সেখানে যেখানে কেউ নেই
পৃথিবী ভাঙলে দুষবে কি সেই.?
©somewhere in net ltd.