![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছোট খাটো কাগজের নৌকা
ঘুনে খেয়ে দিলো পোকা
আমি আধঘুমে আধচুমে
হয়ে গেছি অনেক বোকা
ছই এর নিচের ঘুম
তোর চোখের পাতায় চুম
কিছু অসভ্য রুমে
মন ছটফট, ছটফট গুমে
তোর ' হুম হুম ' হুংকার
আমায় ভাবায় আবার
কি গম্ভীর তোর সমরেশ গেলা
আমার দেখতে দেখতে কাটে বেলা
তোর পৃষ্ঠা উল্টোনো আঙুল
এক আর্টিফিশিয়াল ভঙ্গুর
তোর পায়ের নূপুর
ঝং ঝং শব্দের ঘুমুর
আমি হারাই আধপোয়া চিন্তায়
তোর বই এর প্রতি পাতায়
তোর চশমা চোখ বুদ্ধিমতী
বুঝবি আমায় কবে হবে সুমতি
আমি হাটছি পথে
চিন্তা এলোমেলো
আমি ভাবছি শেষে
কি হয়ে গেলো...?
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: সব কিছু কি বলতে হয়? ;-)
২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনাকেও :-)
৩| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ।
৪| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫০
সুমন কর বলেছেন: সুন্দর।
৫| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেগেছে
৬| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৭
মেধাহীন মেধাবী বলেছেন:
৭| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:০২
শায়মা বলেছেন: হা হা কি হয়ে গেলো ভাইয়া?