![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
গ্রহণীয় গ্রহে যেন সূর্যাস্তের বড় প্রভাব
আমার দেহে অক্সিজেনের অভাব
আমি যাচ্ছি প্রতি দিন একটু বয়সে
মহাকাশের পথে স্বআক্রোশে
দিনাতিপাত সুস্থ নিগ্রহে
আমার মাথায় তোমার আগ্রহ
স্বাগত জানায় অনুভূতি
নেই কোনো দিশা কোনো গতি
তুমি দেহে আত্মার এতোই শখ
এক দেহতে পোষ মানে না
আমার দেহের উপর তাদের ওজন
মৃত স্বব্যস্ত কোনো ভোজন
আমি খাচ্ছিনা পেট শূণ্য
আমি মরছিনা আমি অন্য
আমার দেহে অন্যের বাস
যেন পুরো শরীর অবশ
সারাদিন অন্যে যেন মন
নিজেকে নিজের অবমানন
এমন চাইনি আমি শুদ্ধতার এক ভয়
এমন চাইনি জীবন কি এভাবে রয়?
আমি দূরে সরে যাবো
অন্য সুরে নিবো মোড়
আমি আহত হলেই তুমি
থাকবে বিভোর
আর ফিরবো না
দেখে নিতে চাই তোমাকে
আর লিখবো না
বলে দিবো শেষ অপমানকে
অযথাই এ সময়ের দাম তুমি দিলে না
স্মৃতি মিথ্যের অভিযোগে
অযথাই এতো অপমানে
মরে যাচ্ছি কারাভোগে
এ যেন বেচে থেকে হাসপাতালের বেডে কাতরানো
তুমি সুখে আছো বলে দূরে থেকেও স্মৃতি হাতড়ানো
চাই হয়তো ওটাই,তোমার সুখ
চাই হয়তো ওটাই,না দেখো আমার মুখ
আমি যাচ্ছি,যাবো করে অনেকদিন
আমি যাচ্ছি, যাবো করে বাড়ছে স্মৃতির ঋণ
©somewhere in net ltd.