![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ধরাবাধা সেতু উড়াল পথে
ধরাবাধা জীবন রোস্টারে
এর বাইরে একটু বেরোবে
তোমাকে পাশে পাবো নানা অজুহাতে
হাতে মাঝরাতে ছোটো শপথ
এক গোলাপ দেয়ার জন্য
পথে কুকুরের অবরোধ
সব টপকে গেলাম
সব পড়ে গেলাম তাও বিবোধ
তুমি, তোমার চাহিদা
ছোট কিছু আকীদা
নাম পাল্টেছিলাম সখ করে
যেন বাবা মায়ের দেয়া কিছুর বদলে
এতো রাস্তা ঘাট
এরোগ্যান্ট সব
তুমি কি বলেছিলে শেষ
শব্দজটে যেন ওভাবেই
আমি বের হয়ে যাবো এই ধাধা থেকে
কিছু স্মৃতি পড়ে থাকবে বোধ হয় অবাধে
এই ফরেস্টার গলি
আধ চিমটে দেয়ালে লিখনী
সব থাকছে কিছু থাকবে
ভাবো কি করবে?
সব ভূলে গেলে এতো অল্পে
আমি ভাবি আমি কেনো ভুলিনা
কেনো সমাধান মেলেনা
আচ্ছা, সব বাদ
ভালো হয়ে যাবো
কিছু লেখা বাকী ছিলো
সব পুড়িয়ে দেবো
তুমি থেকে যেও স্মৃতিতে
যেখানে থাকতে চাও আরও কিছু বছর
আমি রেখে দিচ্ছি যত্নে
সন্তান সম্ভবা স্মৃতিরা থেকে যাচ্ছে
আরও বেড়ে যাবে
ছেলেপেলে সহ থেকে যাবে...
২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১
তাওহীদ৭১তমাল বলেছেন: সুন্দর লিখেছেন , শুভেচ্ছা
এতো রাস্তা ঘাট
এরোগ্যান্ট সব
তুমি কি বলেছিলে শেষ
শব্দজটে যেন ওভাবেই
আমি বের হয়ে যাবো এই ধাধা থেকে