![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
রথযাত্রায় রথি নিয়োগ করছি
কেষ্টবান সুবোধ,সুযোগ্য বালক
সুদর্শনা কোনো বালিকা
সবার দর্শন অনুমেয়, পরিমাপযোগ্য
উল্টো রথের দিন কিছু
শব্দ ধার করে আনতে হবে
পুকুর নয় নদীর অবগাহনে
যারা শুদ্ধ হবে
তাদের ওষ্ঠ নিয়ে যথেষ্ট সন্দেহ
সন্দেহ গাঢ় থেকে গাঢ়তর
কি হচ্ছে বুঝলাম না
চিন্তার খোড়াক এপার থেকে ওপারে
তাও মিলছে না দান গুটি
রথ যাত্রা! রথ যাত্রা!
আচ্ছা মৃত্যু পথযাত্রী কয় জন হয়?
মানে বলছিলাম, রথের মতো নাকি?
না বোধ হয়,
আচ্ছা পৃথিবীতে সুখে থাকলেই
মানুষ কেনো পাশে থাকে?
দ্বিতীয় আমি বলছিলাম কি,
মানুষ ই শুধু পাশে থাকে?
পাখি, পশুরা কিন্তু একসাথে গান গায়
হ্যা,ওরাও রথে যায়...
ওরা কিন্তু মৃত্যু পথযাত্রীও হয়
একসাথে,সমবেতভাবে....
রথযাত্রা! রথযাত্রা!
কি হে দ্বিতীয় আমি?
কিছু বলো...
আমি লজ্জিত ওদের মনুষ্যত্ব অনেক বেশি
আমাদের পশুত্ব অনেক বেশি...
ওহ...
চলো রথের পথে হাটি
দেহটা পবিত্র করা হয়না অনেক দিন
রথযাত্রা! রথযাত্রা!
©somewhere in net ltd.