নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো ভালোবাসা...

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

ভালো থাকো ভালোবাসা
কোনো ছেলের বুকে
পশম টেনে খেয়ে নিও
আমি মরছি ধুকে ধুকে

আমি ঘুরছি সেই রাস্তায়
যেখানে বাদাম বেচতো সস্তায়
আমি শুকছি সেই ঘ্রাণ
যেখানে ভালোবাসা ছিলো অম্লান

আজ অনেক দিন অনেক রাস্তার পরে
তোমার দেখা চৌমাথার ওপারে
খুশি চোখ উচ্ছল মনে
হাসি তো ফোটেনা খেয়ে নিয়েছি কি ঘুণে?

আমার এগিয়ে যাওয়া দুকদম
ভদ্র অভদ্র কিছু চোখ পেরিয়ে সর্বসম
কি ভেবে নিবো কিছু বলবো
খুশি খুশি মন
হঠাৎ শুরু হলো বুকে জ্বলন

আচ্ছা এই সেই
যার কথা ভেবে দিয়েছিলে ঘেই
আমি সরে যাবো,যাচ্ছিলাম করে
সরে গেলাম অল্প দিনে
স্মৃতি,রাস্তাঘাট সরলো না
আশ্রয় নিলো বুকে বুকে

আচ্ছা ভালো থেকে যাও
সেই বুকে
মাঝে মাঝে কথা বলো
আমি ভেবে নিবো তুমি আছো
যতক্ষণ ছারপোকা আছে তোমার সাথে
ভেবে নিও আমিই কামড়াচ্ছি তোমার
প্রিয়ের দেহে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.