নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কমিউনিকেশন হ্যালিউসিনেশন....

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

তুমি নির্ভানা শুনে নির্ভয়ে দিন কাটাতে
আমি একই সুরে পাগল প্রায়
ছন্নছাড়া হয়ে যেতাম
অনর্গল কথা বলতাম গার্গল করা ছাড়াই

এতো বোকা ছিলাম
সেই গোডাউন গুলোর পাশ দিয়ে
হেটে গেলে তাকিয়ে থাকতাম
কীভাবে দিন পার হয়ে গেলো
সেই জাহাজপোত গুলো দেখা হলো না
সিমেন্টের ফ্যাক্টরির পাশে
আর্টারীর মতো বয়ে চলা নদীতে
পা ভেজানোর পিংকি প্রমিস
কই সব বেহুঁশ হয়ে গেলো

থেমে গেলো সব...!!! তাইনা?

এসাইনমেন্টে যেসব সেন্টিমেন্টাল
কথা বলা হতো এক রাগ ভাঙাতে গিয়ে
সেই সব কথা আজও মাথায় ঘুরপাক খায়
রাগ কই? কে করে সেই রাগ?
কেই বা এতো অপরাগ....?

অনেক বদলে গেলো
শব্দগুলো তো এলোমেলোই
কিছু সাজানো যেত হয়তো
টুবি পেন্সিলে
গাঢ় দাগ নেই তোমার মনে
একদম গাঢ়তর আমার শরীরে
আসলেই বোকা স্মৃতিরা অবাধ্য
কোনো হাত নেই আমারর
আমি পাগল প্রায়

খোজ তো একবার ও নেওনি
তুমি খোজ চাও নেই আমি
কতোটা এটেনশন সিকার তুমি...!

হাহ!

থেমে গেলো সব...!! তাইনা?

আজও একটু এটেনশন পেতে ইচ্ছা করে
হয়ে ওঠে না....

থেমে যায় সব....

কমিউনিকেশনের ও হ্যালুসিনেশন...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৭

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪০

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.