![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
সে কুকুরের দুধ খেয়ে মনুষ্যত্ব শিখেছিলো
আর তুমি গরুর মাংস খেয়ে পশুত্ব শিখতে পারলে না
আমি অবাক হই,কীভাবে তাদের ফেলেই চলে গেলে?
শাড়ির ভাজ নষ্ট হয়ে যেত বলে একটু না দেখেই চলে গেলে?
রক্তে তোমার বমি আসে?
সেই শক্ত ভয়ে চোখ বুজে একটু
অনুভব ও করলে না
তোমার গাড়ির চাকায় মরে যাওয়া
ভিক্ষুকটার রক্তাক্ত দেহের কথাটা
তুমি অদ্ভুত....
ফেলে যাও,ছেড়ে দাও
অনেক গর্ব করে আবার বলছো
ঝামেলা থেকে এড়িয়ে বেচে ফিরেছো?
আমি এই শপিং মলে চাচ্ছিনা তোমাকে
তুমি কুকুরের বিষ্ঠায় মুখে লেগে থাকো
আমাদের মতো হয়ো না তুমি, প্লিজ
মানুষ হয়ো না তুমি
একটু পশু হতে শেখো
একটু ওদের মতো
স্বজাতিকে ফেলে চলে এসো না...
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: মানুষ এম্নিতেই শিখে যাবে :-)
২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা কমেনট পড়ে মজা পেলাম ।কবিতাও ভাল লেগেছে ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ :-)
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন: পশু হতে শিখতে হয়না । এমনি এমনি কেউ কেউ পশু মানুষ হয়ে যায়!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: তাও ঠিক
৪| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪
জুনায়েদ জুবেরী বলেছেন: ++
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: he he
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
পশুর ভাষা শিখা স=কুল খুলেন