নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

পাবলিক বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষার্থীদের জন্য....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

প্রত্যেকটা বড় বড় ইউনিভারসিটির এডমিশন পেজ গুলা কয়েকটা বড় বড় মুরগি দ্বারা চালিত হয়( আমার মতে :3.)
.
মুরগিদের কাজ যেমন সারা দিন শেষে একবার ' তা ' থেকে উঠে এসে লেজ নাড়াতে নাড়াতে ' কক কক ' করা।এদের কাজ ও তেমন কয়দিন পর পর এসে কোন সাবজেক্ট এ কয়টা সিট? প্রতি সিটের জন্য কয়জন ফালায় তা দেখানো :-D
.
আমার সিরিয়াসলি বুঝে আসে না, লোকজন সিটের টেনশন করে কেন? -_-
.
প্রথমত, অর্ধেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায় আমার মতো ঘুরতে :v মানে কপালের জোরে যদি হয়ে যায় সেই টাইপের.... :3
.
থাকে বাকী অর্ধেক এই অর্ধেকের অনেকের ই বিচি আসলেই ছোট থাকে। লাখ ভোকাবুলারি এদের ঠোটের আগায়।কিন্তু সাম হাউ, তারা পরীক্ষা হলে সব এলো মেলো করে দিয়ে আসে... :3
.
অনেকেই যায় পাখি ধরতে। এমনকি অনেকে ভীড়ে মোবাইল হাতানোর ধান্দাতেও যায়...
.
কিছু অংশ থাকে যাদের কাজই হয় পরীক্ষা থেকে বের হয়ে এসে বলা ২ টা পারিনি জাস্ট।এবং তার দাগানো গুলা এতো কনফিডেন্টলি বলা যে আপনি নিজেই কাদতে কাদতে বাসায় আসবেন আপনার টা হয়নি ভেবে। এবং বাসায় এসে বই খুলে দেখবেন ওই গর্দভের হান্ডের্ড পারসেন্ট সিউর আলা এনসার ১০০% ভূল ছিলো... :3
.
বাকী যেই কয়েকজন থাকে এদের সাথে আপনার কম্পিটিশন...
.
কম্পিটিশন আসলে ওদের সাথে না। আপনার নিজের সাথে।আপনি আপনার বেস্ট টা দিবেন। আপনাকে দিতে হবে... :-) ওদের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন... :-)
.
আসেন, আসল জায়গায় আসি...
.
নাম্বার....
.
এই নাম্বার নাম্বার করেই অনেক ছাগল ম্যা ম্যা করতে থাকে। গতবারের তুলনায় এইবার কতো পেতে হবে? ব্লা ব্লা টাইপের। ভাই আবার ও বললাম এই টাইপের বলদামী ভুলেও করবেন না।মার্ক কোনো বারই একই ধারা বজায় রেখে পায় না...
.
যা পারেন দাগিয়ে ফেলুন। দোটানায় পড়লে সব দাগিয়ে আসুন...
.
ভেবে দেখুন একটা জিনিস...
.
মনে করুন, ৪ টা কোয়েশ্চেন আপনি পারেন না।
.
আপনি ভাবলেন ছেড়ে দিবেন।ছেড়ে দিলে শুধু চার কাটা....
.
চারটাই দাগিয়ে আসুন।৪ টা ভূল গেলে ৫ কাটা। এক মার্কের জন্য মহাভারত অশুদ্ধ হয় ঠিক আছে। কিন্তু কোনো কারণে ভূল দাগানো ৪ টার মধ্যে ১ টা ঠিক হয়ে গেলেই কিন্তু মার্ক পাচ্ছেন।এই রিস্ক টা নিয়ে কিন্তু বসতেই পারেন :-)
.
আর ভূল দাগানোর আগে সর্ট আউট করে ফেলুন ৪ টা অপশনের মধ্যে কোন অপশন গুলো হওয়ার চান্স একদমই নেই।বাকী গুলোর মধ্যে দাগিয়ে দেন একটা।এনসার হলেও হয়ে যেতে পারে...
.
নিজের উপর বিশ্বাস থাকুক আর না থাকুক অন্যের খাতার দিকে না তাকানোই ভালো। অধিকাংশ ক্ষেত্রেই ওদের বিশ্বাস করে ওদের টা দেখলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি... :-)
.
পরীক্ষার হল গুলোতে মোবাইল না নেয়াই উচিৎ।মোবাইল রাখা নিয়ে নানারকম ঝামেলা পোহাতে হয় এবং আমি নিজে পরীক্ষা দিতে গিয়ে আমার সাধের দামী স্মার্ট ফোন ও হারিয়েছি একবার... :-)
.
প্রথমে এক্সাম দিয়ে হাপিয়ে যাবেন না লাস্টের দিকে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।অনেক কোয়েশ্চেনই কমন পড়ে যায় আগের পরীক্ষা থেকে।তাই, যত ফর্ম কিনেছেন সব গুলোতে এটেন্ড করুন...
.
যেখানেই চান্স পান না কেনো সেটা যত বাজে সাবজেক্টই হোক না কেনো। ভর্তি হয়ে থাকতে দ্বিধা করবেন না।সব মিলিয়ে ভর্তি হতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা লাগে। যার মাধ্যমে এক বছর নিশ্চিত হয়ে থাকতে পারবেন।কিন্তু ভর্তি না হয়ে থাকার ফল আপনাকে সারা জীবন পোহাতে হতে পারে...
.
সাবজেক্ট এর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।অনেক গুলোয় চান্স পেলে বিভাগীয় শহর গুলোতে থাকতে চেষ্টা করুন। পাবনা,নোয়াখালী,পটুয়াখালী তে যারা পড়ে তারাই শুধু জানে জায়গাগুলো কতোটা ভয়াবহ বাজে... :-/
.
আর শেষ কথা যেটা আমি ভাবি,এক্সাম দেয়ার ব্যাপারে হতাশ থাকা ভালো... :-)
.
আপনি হতাশ থাকেন। হঠাৎ কিছু পেলে ভালো লাগবে।কিন্তু আশাবাদী থাকেন একেক টা না পাওয়ার ব্যাথা আপনাকে ভোগাবে...
.
কিভাবে হতাশা থেকে বের হয়ে আসবেন সেই বুদ্ধিটাও দিয়ে দেয়া জরুরি মে বি... :|
.
আপনার জীবনে যদি গোল একটা থাকে হতে পারে আপনি আপনার গোল এ পৌছাতে পারবেন না।তাই এসব গোল (ঢাবিতে ভর্তি হতেই হবে) এর চিন্তা গুলিয়ে খান। আপনি গোল ছাড়া চলুন। অন্তত এতোটুকু বলতে পারি আপনি কখনোই হতাশ হবেন না... :-)
.
আপনি ফ্রি লি পরীক্ষা দেন। বাবা মা কে হতাশ হতাশ ভাব নিয়ে দেখান সব কিছু, শুধু নিজেকে নিজে চালু রাখেন....
.
শুধু এতোটুকু ভাবেন,আপনি কি বাঁচতে চান নাকি টিকে থাকতে চান....? :-)
.
যারা কম্পিটিশন ফিল্ডে নামার আগে এক গাদা তথ্য জোগাড় করে তারা টিকে থাকার চিন্তা করে। আপনাকে ব্রেইন খাটাতে হবে। রাস্তা বের করতে হবে আপনি কোন পথে এগুতে চান। আর এর জন্যই পরীক্ষার এক ঘন্টা। আপনি নিজেকে প্রস্তুত করুন পথ একটা বের হয়েই যাবে।প্রত্যেকেরই বের হয়... :-)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সিপন মিয়া বলেছেন: আমার মনের কথাগুলো আপনিই ঝেড়ে দিলেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ha ha :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.