নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

এবার শেষবার...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

পান্ডুলিপি বেচে ছোট খাটো দাড়ি মোচ
ধার ছাড়া কেঁচিতে একটু ঝাড়-মোছ

দিন কাল কেটে যেত পুরোন ঢাকার ছোট্ট বাড়িতে
কলা গাছ দাড়িয়ে ছিলো জানালার শাড়িতে
বুড়ো হয়ে যাওয়া কাঠের টেবিলে
দু তিন লাইন কোটস আর আলনায় টানানো শটস

ভেবে ভেবে প্রতি দিন
জানালায় তাকিয়ে থাকা
ছোট খাটো পত্রিকায় দিন লেখে
বেচে থাকা

মাথা ঘামিয়ে খাওয়া
যেন অকালে মরে যাওয়া
প্রতি ভবনের সিড়ি গুণি
ছড়া সাজিয়ে বিড়ি গুনি

সিগারেট ছেড়ে দিয়েছি আজ বহুকাল
মৃত্যু অবধারিত আমার এই আকাল
প্রতি দিন ভাবি কেনো হবে আজ সকাল..?

এর পর বাকীর খাতা
মেছে মিথ্যে ভুগিযুগিতে অহংকার
বুকের পাদংকে শীর্ণ সংকার
এতো অলংকার যেন কাব্যের খাতায়
এরপর অবহেলিত হয় খাতা, বড় অন্যায়

বুড়ো চেয়ার চিৎকার করে
প্রতি বারে উঠলে এতে
খাটে সৎকার করা যাবে
চলে যেতে পারে বেহাতে

মাথা ঘাটিয়ে লিখবো বলে
অন্যের নামে হয়ে যাচ্ছে
রয়্যালিটি রিয়েলিটিতে
যাচ্ছে আর ভাবাচ্ছে

এবার শেষ বার মেরে ফেলো
প্রেমিকা যেভাবে ফেলে চলে গিয়েছিলো
শেষ বার ভাগ্য কবে মুখ চুলকে তাকিয়েছিলো
আমি অন্যায় অনেক আড়ষ্ঠ ছিলাম

এবার শেষ বার ঈশ্বর আমি শেষ যাবো
মুখ তুলে তাকাবো না একদম মরে যাবো...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১১

সুমন কর বলেছেন: ভিন্ন রকম। +।

আপনি একটু সময় করে টাইপোগুলো দেখে নিবেন। তাহলে সুন্দর লাগবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২১

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.