নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ছাত্র রাজনীতি...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

পিস পিস কেটে তৈরী করা চারুকলা
তার মাঝে বসিয়ে দেয়া য ফলা
এর পরও যদি থেমে যেত বুক জ্বলা
পুরো পৃথিবীকে দেখিয়ে দিতাম কাচ কলা
.
হ্যা,এর পর পুরো একটা মাস
অন্য শহরের নেশায় ছুটেছিলাম
এমন কিছু হয়েছিলো সর্বনাশ
লড়ির পেছনেই ঘুমিয়েছিলাম
.
রাজপথে ডিভাইডারের মতো
বুক ফাড়াক করে ঢুকে
সরাৎ করেই বেরিয়েছিলো
লাল বালু হয়েছিলো
.
এরপর মনুমেন্ট হয়ে গেলো
এক রাস্তা নামধারী আমি
রাজনীতি প্রতিনিয়ত চুমি
কিসের নেশায় অর্থনীতি
.
ঠিক ছিলো অনেক কিছু
আমি বাদে
কিছু চুপচাপি শহর ঘামে
কি দুর্বিষহ সেসব চাল
ট্রাম্প কার্ডে
এ অহেতুক মারামারি
ট্রেণের বগিতে
.
আঙুল হারালাম এক মৃত্যুতে
মিথ্যে কিছু আশ্বাসে
আরেক বাবাকে বাবা
বানিয়ে নেমেছিলাম সংগ্রামে
.
পতিতা,নেশা অহেতুক ভালোবাসা
ভালো কিছু পেয়েছিলাম বটে
অল্প সময়ের জন্য কিছু টাকা
কিছু পথ ঘুরোনো বাকা
.
আর এভাবেই চলতাম বাকা পথে
ঘাড় ত্যাড়া রগটাকে আরো চটিয়ে
রক্ত গরম বুক ভরা তাজা নিশ্বাসে
কিছু ' তাদের ' অহেতুক বিশ্বাসে
.
এর পর কি হয়ে গেলো
হঠাৎ দৌড়
হাতে ছিলো ভারী কিছু
তাও হচ্ছিলাম বোর
.
এরপর পা ভারী
নিলো অংগপ্রত্যঙ্গ আড়ি
কিছু বুঝে ওঠার আগে
পিঠে ধিমধাম
মাথা ভারী
পেলাম আরাম
.
এর পর শুভ্র
সব কিছু জেগেছি তাহলে
পাশে নিথর দেহ
আমি কে আসলে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
বড় কঠিন প্রশ্ন।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৬

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.