নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলা...

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

এক প্লেট সাবটাইটেল নিয়ে মুভি দেখার দিন শেষ
গলায় গলায় ভাব জমানো অবাধ সময় বেশ
মাথায় কতো ছিলো সেই শেষ বারে কেশ।মাথা ফাকা হয়ে টাক উকি দিলো বেশ
.
এই উকিল পাড়ায় সাইকেল চালানো
বোকা সময় বন্দী এখন ল্যাপটপ পিসির স্ক্রিনে
বুড়ো শালিক মরে পড়ে থাকে
অহেতুক কলিং বেল দেয়া বাড়িগুলোর উঠোনে
.
সেই ছেলেবেলা বড় হয়ে গেলো
সেই মজার খেলা নিশ্চিহ্ন হয়ে গেলো
চাইনি এতো অবহেলা
কতো ছেলেবেলায়
.
আজ ফিরে পেতে চাই
ওই মুহূর্ত বিজি সময়
বাবার চোখ রাঙিয়ে
এনে দেয়া মুরগির ঠ্যাঙ
রিদম চাচার পকেটে
রেখে আসা ব্যাঙ
.
রাস্তার মাঝের বড় আপুর অবাক চাহনি
হাতে বল পাওয়া নতুন কোনো কাহিনী
.
সেই ছেলে বেলা বড় হয়ে গেলো
সেই সব কিছু ভেস্তে চলে গেলো
.
আজ গলায় টাই বেধে যেন
অশান্ত গরু শান'ত বিড়ালছানা
টাকা যখন দরকার ছিলো এক আনা
পকেট গড়ের মাঠ চুরি করা মানা
তাও যোগার করেছি বাবার চোখ রাঙানী ভেদে
আজ টাকা যেন তেজপাতা
তাও নেই কিছু সেসব
.
ছেলেবেলা বড় হয়ে গেলো
হারিয়ে গেলো সব

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

অগ্নি সারথি বলেছেন: নস্টালজিয়া।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.