![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
EiD Natok 2015 review
.
ধীরে ধীরে প্রতিদিন সব গুলো নাটকের রিভিউই আমি দিতে চেষ্টা করবো :-D
.
1.Masti- ফার্স্ট থিং ফার্স্ট :-D স্টোরী, অভিনয় ভালো লাগছে আমার কাছে।একটা ভূল বোঝাবুঝি নিয়ে স্টোরী শুরু।সালমনের অভিনয় খারাপ লাগেনি।এন্ডিং ভালোই।মেকিং একটু দুর্বল ছিলো বোধ হয়....রেটিং ০৭/১০ দেয়া যেতে পারে (Y)
.
2.Unmarried
.
মেহজাবিনের অভিনয়ে স্টোরী টা অনেক জোস।হঠাৎ বিয়ে হয়ে যাওয়া খুবই বাজে চেহারার একজনের সাথে এরপরে মেয়েটার আগের বয়ফ্রেন্ডের উপস্থিতি বাজে একটা পরিবেশের সৃষ্টি আর তার উত্তরণ।অস্বাভাবিক সুন্দর... :-) ৯.৫ /১০
.
৩.Caught Behind
.
বাস্তব কাহিনীর উপর নির্মিত।হারহামেশাই ছিনতাই হওয়ার যেই কৌশল প্রায়ই ব্যবহৃত হচ্ছে সেটাই দেখানো হয়েছে।মিশু,মেহজাবিনের অভিনয়ে ৯/১০ দেয়া যেতে পারে
.
৪.Like N Share
.
যারা ফেসবুকে মজার মজার কন্টেন্ট তৈরী করেন তাদের নিয়েই গল্প।তারা যেসব সমস্যায় পড়েন সেটাই দেখানো হয়েছে :-) জন,সাফায়েত আর মিশুর অভিনয়ে মেকিং খারাপ থাকলেও খারাপ লাগেনি একদম। ৮/১০ দেয়া যেতেই পারে
.
5.Run of Luck
.
গলার চেন,বলে চুমু দেয়া টাইপের কুসংস্কার গুলো যে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না সেটাই দেখানো হয়েছে।অভিনয় খারাপ লাগলেও স্টোরি একদম খারাপ ছিলো না।জন,অর্পনার এই নাটককে ৬/১০ দেয়া যেতে পারে...
.
৬.Cry Baby Cry
.
জন,ঈশিকা,মিথিলার অভিনয়ে খারাপ লাগেনি।একটা মানুষ ইমোশনের ডিব্বা থাকে :v টাইটানিক মুভি দেখেও কাদে।এইজন্য ঈশিকা তার গার্লফ্রেন্ড তাকে ডাম্ব করে। এই নিয়েই স্টোরী :-D ৬/১০ দিবো
.
৭.Photograph
.
একজন শিল্পীর গায়ক হয়ে ওঠার পেছনের গল্প আর তার নতুন এক বাচ্চা মেয়ের সাথে পরিচয় হওয়া দুটো জিনিসের কম্বিনেশন ভালো লাগলো কেনো জানি... :-) ৯.৫/১০ দিবো...
.
৮.জোড়া শালিক
.
ছোটো বয়সের প্রেম আর বুড়া বয়সের প্রেম দেখানো হয়েছে :-D সাফা কবির আছে নাটকে *_* ৭/১০ দিবো :-D
.
৯.Puppy প্রেম
.
স্টোরী ভালো ছিলো।ঈশিকা,সাবিলার অভিনয় খারাপ লাগেনি।যে যাকে চায় তাকে পায় না।আর যাকে পায় তাকে চায়না টাইপ গল্প।৮/১০ দিবো :-)
.
10.Facebook ও ইতিকথা
.
ফেসবুক থেকে নতুন ছেলের পরিচয় আর ৬ বছর সাথে থাকা বন্ধুকে ফেলে সেই ছেলের সাথে প্রেম। অথচ বন্ধু তাকে বিএফের মতোই সাপোর্ট দিয়ে গেছে এতোদিন। গল্প খারাপ না।৬/১০ দেয়া যাবে... :-)
.
১১.ভালোবাসার ভূত ও ভবিষ্যত
.
ভালোবাসার ভূত ও ভবিষ্যত নিয়ে সুন্দর স্টোরি :-D মেকিং খারাপ না :-D স্টোরীর জন্য হলেও ৮.৫/১০ দেয়া যাবে :-)
.
১২.ছুয়ে যাও আসমান..
.
কেনো জানি গোছানো নাটক মনে হয়েছে আমার কাছে।৮/১০ দিবো।প্রাণবন্ত ছিলো সবকিছু।দুটো প্রপোজ করা নিয়ে গল্প...
.
১৩.মায়া
.
নায়েম আর ফারিয়ার। গল্পটা সুন্দর, অভভিনয় ও সুন্দর।নায়েম আর ফারিয়ার বিয়ে হয়।ফারিয়া কিছুদিন পর মারা যায়। এরপর থেকে নায়েম এবনরমাল হয়ে যায়।সেটা নিয়েই গল্প।১০/১০ দেয়া যাবে :-)
.
১৪.বয়ঃসন্ধি...
.
বয়ঃসন্ধি কালের পোলাপানের মন মানসিকতা তুলে ধরা হইছে।নায়িকা লাস্টে যা করছে ৬/১০ দিবো
.
১৫.উৎসর্গ
.
মমো আর অপূর্বের অভিনয়ে ভালো লাগতে পারে অনেকের কাছে। কিন্তু আমার কাছে লাগেনি। ইমোশনাল গল্প তাও আবার এডমিশন টেস্টের আগে পরের কাহিনী।৭/১০ দিবো
.
16.Friendship,love & something more
.
দুজনের বন্ধুত্ব এবং আলাদা আলাদা দুটো সম্পর্ক কে শিক্ষা দেবার জন্য বাজি ধরেই ফেক রিলেশন করতে গিয়ে রিয়ালাইজেশনে আসা যে তারা দুজন দুজনকে ভালোবাসে এবং অনেক জোস এন্ডিং...৯/১০ দিবো ভালো লাগবে।সিয়াম,ইশিকা, মেহজাবিনের অভিনয়....
.
ই
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬
নতুন বাঙ্গাল বলেছেন: ভাই এতো নাটক কেমনে দেখছেন ? ইউটিউব হলে ঠিক আছে, বাট টিভিতে এ্যড আর নিউজের যন্ত্রনার মাঝেও যদি দেখে থাকে,ন তাহলে আপনাকে নোবেল প্রাইজ দেয়া উচিত।
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ইউটিউব,থার্ডবেলে দেখছি :-D
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩
অভ্রনীল হৃদয় বলেছেন: ধন্যবাদ!