![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আটকপালে জন্ম নেয়া হাটের কোনায়
বেখাটে কিছু বসে থাকে বিড়ম্বনা
কিছু কোনায় কেউ বসে
খুজে বেড়ায় স্বান্তনা
.
এদিকে বেচি-কিনি চলে পৃথিবীতে
সুখ স্বাচ্ছন্দ্যের আহ্লাদে
অলিম্পিয়াড যেন সৃষ্টির সেরা
এখানে বিক্রিত গাজর,শসা অথবা আদা
.
খুব জোড় করে ঢুকিয়ে দেয়া বাজারে
সমাজতন্ত্রের কতোটুকু পড়ে গণতন্ত্রে
কতো কেউ খায় না কে রেখেছে খোজ?
কে মরে যায় চলে যায় রোজ?
.
এটা অদ্ভূত স্বপ্ন যেন স্বপ্নের চাষ
কে কবে করেছে কতোটুকু আভাষ?
সৃষ্টির সেরা জীবের গায়ে উঠে গেলে রাশ
কতো মানুষ মরে যায়,গলায় দেয় ফাস
.
এভাবে চলে, চলে যায় সময়
কতো কেউ মেনে নেয় কতোখানি অন্যায়
এভাবেই চলুক আর কিছুদিন
কেউ বেচে যাক কেউ হোক মলিন
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২
সুমন কর বলেছেন: খুব জোড় করে ঢুকিয়ে দেয়া বাজারে
সমাজতন্ত্রের কতোটুকু পড়ে গণতন্ত্রে
কতো কেউ খায় না কে রেখেছে খোজ?
কে মরে যায় চলে যায় রোজ?
ভালো বলেছেন। +।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাইয়া...
৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: এভাবে চলে, চলে যায় সময়
কতো কেউ মেনে নেয় কতোখানি অন্যায়
এভাবেই চলুক আর কিছুদিন
কেউ বেচে যাক কেউ হোক মলিন অদ্ভুত সুন্দর লাগল কথা গুলো
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।+
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
কালের সময় বলেছেন: ভালো লাগছে কবিতা ।