![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ফিচার পত্রিকা গুলো টেনে
শত সহস্র নিয়ম কানুন মেনে
নিয়ম বহিঃর্ভূত কার্যকলাপে
কলঙ্কিত করা অধ্যাবসায়
.
নীলাম্বরীর নীলে
সত্য মিথ্যা ঢেলে
অযথা সময়ের অপচয়
.
শিষ্টাচার শেখানো বাচ্চাদের
কোলে মায়ের ঘুমিয়ে
সময় বাহুবলে কমিয়ে
যে অযথা অভিনয়
.
জানি ব্যস্ত পৃথিবী
আস্ত গোলায় পরিণত হবে
ধান রাখা হবে এই ভবে
.
দাত কেলানো ছবি ঝুলবে দেয়ালে
অনেক ফিচার পত্রিকার আড়ালে
যেখানে ডাস্টবিনে খেয়ে বেচে রবে কেউ
আর স্লাবের ঠিকরে পড়া আলোতে শুয়ে ভেবে যাবে কেউ
.
এভাবে যদি চলে চলুক
পত্রিকা কিছু একটা তো বলুক
শুধু মিথ্যে ধুলোয় থাকুক
সত্য হঠাৎ বেরিয়ে পড়ুক...
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: কয়েকটি ভালো লেগেছে। +।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর++