![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
জনসংখ্যা নিয়ন্ত্রণ নামে যেসব এজেন্ডা
বছর বিষেক আগে ছিলো
তা তন্ত্রে মন্ত্রে অন্ত্রে গিয়ে ঠেকেছে কবে!
.
কোন রোদ আলোক বর্ষ দূরে
জানালার কার্নিশে আলো এসে ধরা দেয়
জানালা থেকে দেখে কেউ সূর্যোদয়
দূর্যোগে প্রতিমুহূর্তে যেসব শোরগোল
থেকে যায় তাদের পেছনে কে ছিলো আগমনে?
.
নিয়ন্ত্রেণের প্রতি আবেশায়ন হয়ে যেসব
প্রতিশ্রুতি কাজে নেমে গেলো
তারাও আজকাল লোভী হয়ে
ডোনেশনের খোজে যেন ছুটে বেড়ায়
প্রমোশন পেলে এমএলএমের মতো
ব্যবসায়ীর খাজ কাটা কুমিরের লেজ
ঢোকাতেও মুখ্য ভূমিকা রেখে দেয়
.
আর এভাবে কেউ লিখে যায় অসামাঞ্জস্য
তার বিছানায় শুয়ে থাকে নতুন আগমনী
পেছন ফিরে দেখে কেউ ডাকে " বাবা, বাবুনী "
.
জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে যায় নিয়ন্ত্রণে
সচেতনতা কি সৃষ্টি হয় আমন্ত্রণে..?
©somewhere in net ltd.