![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
যত শোকেই তোমাকে পাই না কেনো?
তুমি মজার হয়ে যেও
সেই শেষ রাতে যেদিন ব্লাড টেস্টে
গিয়ে দেখা গেলো জীবনুরা মেতেছে ফেস্টে
যেদিন দেখা গেলো রিপোর্ট গুলো গিজিগিজি
চশমার উপর ভুরুগুলো কুঁচকে গেলো ডাক্তারের
ডাক্তারেরা বসে টেবিল চাপড়ালো আর রুমগুলো মুখর হলো নতুন কণ্ঠে
যেদিন মা বসে কপাল চাপড়িয়ে শোরগোল ফেলেছিলো বারান্দায়
.
বাবা গম্ভীর মুখে রিপোর্ট ধরে দাঁড়িয়ে রইলো
সেদিন থেকে বিষাদ জমেছিলো
একের পর এক কেমো শরীরে গেঁথে যায়
মাথার চুল পড়ে যায় বলে তোমার
ছেড়ে যাওয়ার অভিনয়
.
নতুন কেউ তোমাকে দেখে রাখতো বলে আমার ভালো লাগা
সেই ভালো লাগাটা শুধুই অদ্ভূত
মনে অস্বস্তি তাও স্বস্তির নিশ্বাস তোমাকে ছাড়া ফেলেই দিতাম
আমার দেয়া কতো কিছু কতো সহজে
সেই বিজয় বিহঙ্গে ফেলে দিলে
আমি পড়ে গেলাম...
.
রাত জেগে মাঝে মাঝে গভীর শোকে তোমাকে পাই
আর তুমি মজার হয়ে যাও....
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: মন খারাপের স্মৃতি থাকে না...
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
অভ্রনীল হৃদয় বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, নিযুত শুভেচ্ছা।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: দোয়া করবেন...
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১০
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
শায়মা বলেছেন: আমার এমনিতেই মনটা খারাপ ছিলো এই কবিতায় আরও হলো।