![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
শীত এবার সর্ষের মাঝে
কবে সাধুবাদ জানিয়েছিলো
এখানে কিছু ওয়াজমাহফিলে
কতো জনগণের ভীড় ছিলো
.
মানুষ ভালো হওয়ার ওষুধ নিয়ে
খারাপ হয়ে যায়
মাঝরাত্রিরে মাঝে মাঝে
চুরিতে মজে যায়
.
কেউ করে ছেলেখেলা
ছেলে নিয়ে ছেলেধরা
কেউ আকার - ইঙ্গিতে
অস্কার যোগার করে ফেলে
.
অন্ধকারে কেউ ঝোপেঝাড়ে
শীত লেগে গেলে
মৃত প্রেতের মতোই
পরণের কাপড় খেতে দেয়,শুতে দেয়
.
তারা মানুষের ভাত মেরে অমানুষ হওয়া শিখে গেছে
তাদের মরে যাওয়া উচিৎ ডেট দেখে বেছে বেছে
২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন
২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১
সুদীপ্ত নাহিদ বলেছেন: অন্ধকারে কেউ ঝোপেঝাড়ে
শীত লেগে গেলে
মৃত প্রেতের মতোই
পরণের কাপড় খেতে দেয়,শুতে দেয়
২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
আরজু পনি বলেছেন: বাহবা !
বেশ ঝাঝের কবিতা !
অনেক ভালো লাগা রইল ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: thanks vaia
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৪
রুদ্র জাহেদ বলেছেন:
তারা মানুষের ভাত মেরে অমানুষ হওয়া শিখে গেছে
তাদের মরে যাওয়া উচিৎ ডেট দেখে বেছে বেছে
বেশ ভালো লাগল পদ্য
+++