![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
এরপরে বইমেলায় কেমন নিখোঁজ নিখোঁজ ভাব
আমার সস্তা কাব্য নিয়ে চলছিলো লাফঝাঁপ
হঠাৎ কই থেকে কোন পাশ ফিরে চাওয়া
কোনো চোখে চোখ লেগে
কি যেন কার ভালো গেলো লেগে
.
মশার কামড়ে রাত মোটামুটি বারোটা বাজিয়ে
একের পর এক যেসব কাব্য শানিয়েছি
পুরোনো কিছু মাথায় ধার লাগিয়ে
বেশ ছাই পাশ কাব্য লিখেছি
.
প্রকাশকের সেখানে উপচে পড়া ভীড়
তরুন কেউ বরুনের সাথে
পকেট ভরা টাকা দেখে
জীবন কাব্য মরে যাচ্ছিলো
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ইদানীং ছোটো লেখতে ভালো লাগে
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১
সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর।
।+।